ভাতের মাড় গাছের গোড়ায় রোজ দিলে কি হয় জানেন! ফলাফল দেখলে ভাববেন আগে জানলে ভালো হতো

নিজস্ব প্রতিবেদন: ভারত হলো কৃষি প্রধান দেশ। খাবার হিসেবে এখানে প্রথম আমরা কিন্তু ভাত আর রুটির কথা বলে থাকি। ভাত তৈরি করার পর প্রত্যেক বাড়িতেই কিন্তু ভাতের মাড় অথবা ফ্যান যেটাই আপনারা বলেন সেটা ফেলে দেওয়া হয়। কিন্তু আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই ফেলে দেওয়া ভাতের ফ্যান দিয়েই আপনাদের গাছের কিছু পরিচর্যার সম্পর্কে বলবো।

আপনারা যারা বাগানপ্রেমী মানুষ রয়েছেন তারা কিন্তু নিশ্চিন্তে এবার থেকে এই ফ্যান ফেলে না দিয়ে সহজেই কাজে লাগাতে পারেন। লাউ বা মিষ্টি কুমড়ো জাতীয় গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে এই ভাতের মাড়ের প্রয়োগে কিন্তু তার চেহারা একেবারেই বদলে যাবে। গাছের বৃদ্ধি অথবা ফলন দুটোই আপনাকে অবাক করতে বাধ্য করবে। চলুন তাহলে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক।

এই ক্ষেত্রে আপনাকে প্রথমে একটা ভালো পাত্র নিয়ে নিতে হবে যার মধ্যে ২৫০ মিলি ভাতের মাড় নেবেন। এবার এর মধ্যে এক লিটার পরিমাণ জল মিশিয়ে নিন। পরিমাপ হিসেবে খেয়াল রাখবেন ২৫০ মিলি ভাতের ফ্যানের জন্য এক লিটার এবং ৫০০ মিলি অর্থাৎ হাফ লিটার ভাতের ফ্যানের জন্য ২ লিটার জল প্রয়োগ করতে হবে। কিছুক্ষণ এই দুটো জিনিস একসাথে মিশিয়ে আপনাকে এই দ্রবণের মধ্যে থিওবিট বা সালফারযুক্ত ছত্রাক নাশক মেশাতে হবে।

এই জিনিসটি গাছের পুষ্টি উপাদান যোগান দেওয়ার পাশাপাশি ভিটামিন যোগান দেওয়ার ক্ষেত্রেও বিশেষ কাজে লাগবে। পাত্র থেকে এবার মগের মধ্যে দ্রবণ টাকে নিয়ে একটা স্প্রে বোতলে নিয়ে নিন এবং ঠিক বিকেলের দিকে এটাকে স্প্রে করবেন।। অতিরিক্ত রোদে এই দ্রবণটা কিন্তু আপনারা ভুল করেও গাছে দেবেন না সে ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। চলুন এবার যাওয়া যাক ভাতের ফ্যান প্রয়োগের পরবর্তী পদ্ধতিতে।

দ্বিতীয় পদ্ধতিটি করার জন্য প্রথম উপায়টির মতোই একটা পাত্র নিয়ে তাদের ২৫০ মিলি পরিস্কার জল নিয়ে নেবেন।। এরমধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা ভিজিয়ে দিন। পেঁয়াজের খোসা মেশানো এই জলের মধ্যে কিছু সময় পরে সামান্য লেবুর রস, কিছুটা পরিমাণ ভাতের ফ্যান আর থিওবিট যোগ করে দেবেন। এবার ভালোভাবে মিশিয়ে একটা দ্রবণ তৈরি করে সেটাকে স্প্রে বোতলে ভরে নিন।

বিকেলের দিকে এই দ্রবণটাও আপনারা লাউ থেকে শুরু করে যে কোন গাছে দিতে পারেন। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ ব্যবহার করেই এই দ্রবণ দুটো তৈরি করা হয়েছে। তাই আপনাদের কিন্তু আলাদা কোন অতিরিক্ত খরচা নেই। সুতরাং এবার থেকে ভাতের ফ্যান বা পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে একবার এভাবে গাছে প্রয়োগ করে দেখুন।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/qj1UVvnaph4

Leave a Comment