







নিজস্ব প্রতিবেদন: লকডাউনের পর থেকেই দেশের বাজারে যেভাবে মানুষের আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে তাতে জীবন আর জীবিকা নির্বাহ করার জন্য একটা ভালো চাকরি বা কাজ না হলে কিন্তু চলছে না কিছুতেই। আজকের এই বিশেষ প্রতিবেদনে সেই সমস্যা সমাধান নিয়ে একটা দুর্দান্ত কাজের খোঁজ আপনাদের দেবো। যদি আপনি সম্প্রতি কাজ খুঁজছেন এবং আগ্রহী রয়েছেন তাহলে ভুল করেও আমাদের আজকের এই প্রতিবেদনটা মিস করবেন না।
Dabur company job recruitment 2023 :
মোট শূন্যপদের সংখ্যা:
এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১৪০টি, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন।




শিক্ষাগত যোগ্যতা:
এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আলাদা আলাদা পদের জন্য। মোটামুটি অষ্টম শ্রেণী পাশ থেকে গ্রাজুয়েশন পর্যন্ত যারা রয়েছেন তারা নিশ্চিন্তে আবেদন করতে পারবেন।। বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৪২ বছর।
কাজের সময় এবং বেতন:
শিফটিং অনুযায়ী প্রায় ৯-১০ ঘন্টা আপনাকে এখানে কাজ করতে হবে। এখানে বেতন থাকছে ১৫,৪০০ টাকা -২১,২০০ টাকা। পাশাপাশি থাকা আর খাওয়ার সুবিধাও কিন্তু কোম্পানির তরফ থেকে প্রদান করা হবে।




কোন কোন পোষ্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে?
1. Sales
2. Marketing
3. human resources
4. Finance and account
5. Packaging, procurement and supply chain
6. Research and development
7. Retail (H&B stores)
8. Manufacturing operation
9. Others




কাজের লোকেশন:
এখানে কাজের লোকেশন থাকছে সাঁকরাইল, শ্রীরামপুর, হুগলি, ডানকুনি, ধূলাগড় সহ সম্পূর্ণ কলকাতা।




কিভাবে আবেদন করবেন?
এখানে আবেদন করার জন্য আপনাদের প্রথমেই ডাবর কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে। এখানে গিয়ে প্রথমেই আপনাদের যে সমস্ত পোস্টের ভ্যাকেন্সি রয়েছে সেখান থেকে ফাংশন সিলেক্ট করে নিতে হবে।যার জন্য আপনি আবেদন করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। আবেদন করার পরে আরো একটা পেজ খুলবে যেখানে নাম, বয়স, আপনার লোকেশন এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য সমস্ত তথ্য যা যা সেখানে চাওয়া হচ্ছে দিতে হবে। এই বিষয়ে আরো অন্য কোন তথ্য জানতে হলে আপনারা নিজের দেওয়া নম্বরে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন।
Contact : 7596009721











