কোনরকম ইন্টারভিউ ছাড়াই এই কোম্পানিতে চলছে সরাসরি শুন্যপদে নিয়োগ, না দেখলে হয়ে যাবে বড় সুযোগ হাতছাড়া

নিজস্ব প্রতিবেদন: বিগত বেশ কিছু সময় ধরেই অনেকেই কিন্তু কাজের খোঁজে রয়েছেন। লকডাউনের পর থেকেই যেহেতু দেশের আর্থিক পরিস্থিতি খুব দুর্বল হয়ে পড়েছে এবং বেকার সংখ্যাও দিন প্রতিদিন বেড়ে চলেছে তাই সেরকম কোন চাকরিতে নিয়োগ নেই বলাই যায়।। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের উদ্দেশ্যে নিয়ে চলে এসেছি একটি ভালো জায়গায় কাজের সুযোগ। সম্প্রতি কাজের খোঁজে রয়েছেন এরকম মানুষরা কিন্তু ভুল করেও আমাদের আজকের প্রতিবেদনটা মিস করবেন না। চলুন তাহলে শুরু করা যাক।।

Mio amore job recruitment 2023:

শূন্য পদের সংখ্যা:

এখানে মোট শূন্য পদ রয়েছে ৭৪ টি, যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন।

কাজের ভূমিকা:

1.sales of the product
2.sales manager
3.cake maker
4.deputy manager
5.labelling, scanning & others.

কাজের সময় এবং বেতন:

এখানে আপনাদের কাজের সময় থাকছে 8 থেকে 9 ঘন্টা এবং বেতন থাকছে ১৩০০০ থেকে ২১ হাজার টাকা। প্রয়োজনে থাকা এবং খাওয়াসহ বোনাস ইনসেনটিভ দেওয়া হবে।

কাজের লোকেশন:

এখানে কাজের লোকেশন থাকছে শিয়ালদহ, বারুইপুর, ঢাকুরিয়া, হাওড়া, টালিগঞ্জ, নিউ টাউন এবং পার্ক স্ট্রিট।

কিভাবে আবেদন করবেন?

এখানে আবেদন করতে চাইলে আপনারা সরাসরি কোম্পানির দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত কথা বলে নিতে পারেন।
Contact : 8961115965

Leave a Comment