







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু মানুষ কিন্তু হন্যে হয়ে একটা কাজের খোঁজে রয়েছেন। লকডাউনের পর থেকেই দেশের আর্থিক পরিস্থিতি খুব দুর্বল হয়ে পড়েছে। যে কারণে মানুষের পকেটেও টান দেখা দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সকলের কাছেই কিন্তু একটা কাজের প্রয়োজন রয়েছে ভীষণ রকম ভাবে। আজ আমরা আপনাদের জানাতে চলেছি বিস্কুট কোম্পানিতে কর্মী নিয়োগ সম্পর্কে। যারা আগ্রহী রয়েছেন সময় নষ্ট না করে দ্রুত আবেদন করে ফেলুন।
কারা আবেদন করতে পারবেন?
নারী-পুরুষ নির্বিশেষে এখানে সকলেই আবেদন করতে পারবেন, তবে ছেলেদের ক্ষেত্রে বয়সসীমা থাকছে ১৮ থেকে ৪৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে বয়সসীমা থাকছে ১৮ থেকে ৩৫ বছর।।




কাজের ভূমিকা:
এখানে কাজের ভূমিকায় থাকছে প্যাকেজিং, লেবেলিং, স্ক্যানিং, পিকিং, প্রভৃতি। খুবই হালকা কাজ রয়েছে অর্থাৎ খুব বেশি ঝামেলা কিন্তু আপনাদের করতে হবে না।




কাজের সময় এবং বেতন:
এখানে কাজের সময় থাকছে আট ঘন্টা এবং বেতনের পরিমাণ থাকছে ১৪ হাজার টাকা । বেতন ছাড়াও এখানে আপনারা pf, ই এস আই আর বোনাসের সুবিধা পেয়ে যাবেন। কোম্পানির তরফ থেকে আপনাদের থাকা আর খাওয়ার সুবিধা ও প্রদান করা হবে। কাজের লোকেশন থাকছে কলকাতা।




কিভাবে আবেদন করবেন?
আপনারা যারা এই পদগুলোর জন্য আবেদন করতে চান নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি কথা বলতে পারেন। এটি কোম্পানির HR- এর নম্বর।
CONTACT :8272917392











