ভারতের অন্যতম প্রসিদ্ধ সন্ন্যাসী যোগগুরু বাবা রামদেব। সেই সাথে তিনি বিখ্যাত আয়ুর্বেদ প্রোডাক্ট কোম্পানি পতঞ্জলির প্রধান। এই পতঞ্জলি কে ঘিরে তাকে বিভিন্ন বি’ত’র্কে বারংবার জড়াতে হয়েছে। এর আগে পতঞ্জলি করোনার ওষুধ হিসাবে দাবী করে বাজারে নিয়ে এসেছিলো ‘করোনিল’ নামক এক ও’ষুধ। সেখানে দাবি করা হয়েছিল এটাই নাকি ক’রো’নার প্রতিষেধক। এই মর্মে পতঞ্জলির বি-রু-দ্ধে মা-ম-লা হয় আদালতে।
বি-ত-র্কে-র মুখে পড়ে করোনিল বিষয়ে নিজেদের দাবি পাল্টে নেয় পতঞ্জলি। এবার ভা’ইরা’ল হলো বাবা রামদেবের একটি অস্ব’স্তি’কর মুহূর্তের ভিডিও। এই ভিডিওটি দেখে নেটিজেনরা হেসে গড়িয়ে পড়েছেন। ভিডিওটিতে দেখা গিয়েছে বৃষ্টির মধ্যে সাইকেল চালাচ্ছেন বাবা রামদেব। রেসিং সাইকেল টি বেশ ভালোভাবেই চালাচ্ছিলেন তিনি। বৃষ্টির মধ্যে গোটা রাস্তাটি ভিজেছিল। আর তখনই বাঁক নিতে গিয়ে রাস্তায় সাইকেলের চাকা পি’ছলে নিয়’ন্ত্র’ণ হা’রিয়ে পরিযান যোগগুরু রামদেব।
Main aaj Nahi giraa.hamesha se he Gira hua hoon😌pic.twitter.com/CiW1CrtSad
— Baba Rumdev 🥃🚩🥃 (@HeeraTarantino) August 21, 2020
আর এই প’ড়ে যাওয়ার মুহূর্তটি ভা’ইরা’ল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। কোন একজন এই ভিডিওটি করছিলেন। তার মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।তবে এই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় খুবই কৌতুকের সৃষ্টি করেছে। একজন মজার টুইট করে লিখেন ‘শেষে বোধ হয় তিনি কোনও আসন করছিলেন’, আবার একজন লিখেছেন, “বাবাজি তো গড়িয়ে গেলেন,”
देखिये बाबा रामदेव की साइकिल चलाते हुए Exclusive तस्वीरें 😂😂😂 pic.twitter.com/NBmIWCNsUl
— Kirti (@Ghani_Bawri) August 21, 2020
রামদেবের সাইকেল থেকে প’ড়ে যাওয়ার এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে তাঁর ভক্তরা বলছেন, এই বৃষ্টিতে ভেজা রাস্তায় তাঁকে আরও সাবধানে সাইকেল চালানো উচিত ছিল। তবে জানা গিয়েছে কোনো চো’ট লাগেনি বাবা রামদেবের।
Need video from another angle too 😂 https://t.co/Ivj3GVF6wI
— Irfan (@Iam_SyedIrfan) August 21, 2020
हाऊडी बाबा
ओह तेरे की गिरा हुआ ओर गिर गया
😂🤠😂 pic.twitter.com/xNGEEptRBg— P. भारद्वाज (@Parvesh65632017) August 21, 2020