সংসদের লোকসভা অধিবেশনে সমাজবাদী পার্টির সংসদ জয়া বচ্চনকে কার্যত একহাত নিয়ে তীব্র আ-ক্র-ম-ণ করলেন বাংলার হুগলী থেকে নির্বাচিত সংসদ লকেট চট্টোপাধ্যায়।গেরুয়া সংসদ ভোজপুরী অভিনেতা রবি কিষেনের মাদক ইস্যুতে বলিউড যোগ অভিযোগের পাল্টা মন্তব্যে এদিন জয়া বলেন ” যে থালায় খাচ্ছেন সেই থালায় ছেদ করছেন।বলিউডের এক অংশের সমর্থন পাচ্ছেন জয়া । প্রখ্যাত অভিনেত্রী ৭১ বছরের হেমা মালিনী এ ব্যাপারে সমর্থন করেছেন জয়া বচ্চনকে ।
হেমা নিজেও একজন নির্বাচিত বিজেপি সাংসদ ।লকেট চট্টোপাধ্যায় কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করে সম্পূর্ণ উল্টো পথে হেঁটেছেন। তিনি জয়াকে তীব্র আ-ক্র-ম-ণ করে প্রশ্ন করেন যে ” পাল ঘরে সাধু হ-ত্যা-র সময় কোথায় ছিলেন ?”মঙ্গলবার পার্লামেন্টের এই অধিবেশনের পর রাজনৈতিক মহলে স্বাভাবিক ভাবেই শোরগোল পরে যায়।
জয়ার মন্তব্যের পর আরো উত্তেজিত হয়ে সোশ্যাল মিডিয়ায় তেড়ে ফুঁড়ে ওঠেন বর্তমানে বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত।কঙ্গনা মন্তব্য করেন আজ যদি তার ছেলে অভিষেক বচ্চনকে কেউ হ-ত্যা করতো বা তার মেয়ে শ্বেতাকে কেউ ড্রাগ দিত তাহলেকি আপনি ঠিক থাকতে পারতেন বা এই ধরণের একই কথা বলতে পারতেন ?
মুম্বাই সিনেমা জগতের এক অংশ জয়ার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা শুরু করেন। এমন কি তাপাসি পান্নু ও সোনাম কাপুর জয়ার ভিডিও পোস্ট করে তার সমর্থনে টুইট করেন।
অভিনেত্রী হেমা মালিনী একটি সর্বভারতীয় মাধ্যমে জয়ার সমর্থনে মুখ খোলেন। রাজনৈতিক ভাবে দুটি বিপরীত মেরুর দুই দলের নেত্রী হলেও সিনেমা জগতের সমর্থনের বিষয়ে তারা এক। কার্যত হেমা মালিনী কথায় বচ্চন বধূর পাশে দাড়ান।
জয়া আরো বলেন ” এই ইন্ডাস্ট্রি আমাকে নাম, যস, খ্যাতি সব কিছু দিয়েছে, যখন কেউ এই সিনেমা জগতের নিন্দা করে কটু মন্তব্য করেন তখন খুবই কষ্ট পান। মা-দ-ক ইস্যুতে সম্পূর্ণ বলিউডকে জড়ানো ঠিক নয়। পৃথিবীর সব জায়গাতেই মাদক মাফিয়াদের নিয়ে সমস্যা আছে। বলিউড হলো শিল্প সংস্কৃতির সৃজনশীল মানুষদের জায়গা। যদি কোনো ভাবে কোনো দাগ লেগে থাকে, তা ধুয়ে মুছে ফেলে এগিয়ে যেতে হবে।”
লড়াকু নেত্রী ছেড়ে দেওয়ার পাত্রী নন তিনি বলেছেন বলিউড ইন্ডাস্ট্রি একটা পচা দাঁতের মতো, ঠিক সময় উপরে না ফেলতে পারলে সর্বাগ্রে পচন ধরে যাবে।পালঘরের নিরীহ সাধুদের নি-র্ম-ম হ-ত্যা হোক বা নৌবাহিনীর আধিকারিকের মৃ-ত্যু কোথায় ছিলেন জয়া বচ্চন ? তখন কেন প্র-তি-বা-দ করেননি, এটা কি দ্বিচারিতা নয়?সুশান্ত মৃ-ত্যু-র বিষয়টি টেনে এনে জয়াকে কটাক্ষ করেন লকেট , যে সুসন্তের মৃ-ত্যু-র সময় তার নীরব থাকার কারণ কি, দুই অভিনেত্রী সংসদের বাক বিতন্ডায় সংসদ ভবনে তুমুল শোরগোল পরে যায়।