নিজস্ব প্রতিবেদন :-আগেও বলেছি এখনও বলছি এই দীর্ঘ লকডাউন এর ফলে রীতিমতো মেজাজ হারিয়ে ফেলছে অনেকে। একঘেয়েমি হয়ে উঠছে জীবন। কিন্তু আমাদের জীবনকে পুরোপুরি ভাবে একঘেয়েমি হতে দিচ্ছে না সেটি হল সোশ্যাল মিডিয়া । সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে যা আমাদের মনোরঞ্জন করে গেছে একের পর এক। কখনও অভিনেতা ,কখনো গায়িকা, কখনো অভিনেত্রী ,কখনো সাধারণ যুবক-যুবতী এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে পৌঁছেছে পৃথিবীর আনাচে-কানাচে। তুলে ধরেছে তাদের প্রতিভা । এবার জি বাংলা র জনপ্রিয় এক ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণির এর অভিনেত্রীর কে দেখা গেল অন্য লুকে।
জি বাংলায় ঠিক সন্ধে সাড়ে ছটায় একটি জনপ্রিয় ধারাবাহিক হলো” করুণাময়ী রানী রাসমণি “। ঘড়ির কাটায় সাড়ে ছয় টা বাজতে না বাজতেই মা কাকিমারা বসে পড়ে টিভির সামনে। শুধুমাত্র এই ধারাবাহিকের জন্য। সেই থেকে বোঝা যায় বেশ জনপ্রিয় ধারাবাহিক এটি। ধারাবাহিকের একটি চরিত্র প্রসন্ন দেবী । রানী রাসমনির ছোট মেয়ের বৌমা হলো প্রসন্ন দেবী ।শান্ত সৃষ্ট ভদ্র নম্র এক চরিত্র একটি । প্রসন্ন দেবীর চরিত্রে অভিনয় করছি’সোহিনী ভট্টাচার্য । টলি পাড়ার উঠতি এক অভিনেত্রী। এর আগে” রেশম ঝাঁপি ” বলে একটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। তারপর এই ধারাবাহিকে ।
কিন্তু ধারাবাহিকে চরিত্রের সাথে অর্থাৎ প্রসন্ন দেবীর চরিত্রে সাথে বাস্তবে সোহিনীর চরিত্র সম্পূর্ণ আলাদা সেটা তার ইনস্টাগ্রম খুললেই বোঝা যায়। রীতিমতো বো-ল্ড অবতারে ধরা দিয়েছেন এই অভিনেত্রী । সিরিয়ালে দেখা যায় প্রসন্ন দেবী তার স্বামীর প্রতি বাধ্যতা, অনুরাগী নম্র-ভদ্র বিশিষ্ট । কিন্তু ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই ধরা দেয় অভিনেত্রী বিভিন্ন মেজাজে । কখনো হ-ট প্যান্ট ,কখনো শর্ট ড্রেস ,কখনো বা সাদা অফ শোল্ডার পোশাকে ধরা দিয়েছে টলিপাড়ার অভিনেত্রী ।
প্রিয় রং তার সাদা। এমনটাই জানিয়েছিলেন তিনি। তাই শুটিং সেট এর বাইরে সব সময় সাদা পোশাকে থাকতেন তিনি ।তার এই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই রীতিমতো ভাইরাল হয় সেই পোস্ট। এবং বেশ কিছু সমালোচকদের শিকার হতে হয় এই অভিনেত্রীকে। অনেকের মতে সিরিয়াল এমন একটি শান্ত ভদ্র নম্র চরিত্র এরকম পোশাকে ঠিক মানানসই নয় ।
View this post on Instagram