




নিজস্ব প্রতিবেদন আমরা আমাদের রোজকার জীবনে সামাজিক মাধ্যমে এমন কিছু ঘটনা দেখে থাকি বা ঘটনার সাক্ষী হয়ে থাকি যা আমাদের রীতিমতো বারবার ভাবিয়ে তোলে সোশ্যাল মিডিয়া এমন একটি প্লাটফর্ম যেখানে বয়সের কোনো উর্ধ্বসীমা থাকে না কাজেই ছোট থেকে বড় বা আট থেকে আশি সকল বয়সের মানুষেরা কোন না কোনভাবে সেই সব ঘটনার সাক্ষী হয়ে থাকে সম্প্রতি সেই কথাকে আরও একবার অক্ষরে প্রমাণ করলেন 83 বছরের এক বৃদ্ধা।





এর আগে সোশ্যাল মিডিয়াতে নিজেদের প্রতিভার দরুন ভাইরাল হতে দেখেছি । কিন্তু এ ঘটনা যেন বিরল । ৮৩ বছর বয়সে বাংলা গানের সাথে নেচে রীতিমতো শোরগোল ফেলে দিলেন নেটদুনিয়াই ওই বৃদ্ধা । বয়স কিছুটা শরীর এ থাবা বসাতে পারলেও যৌবন যে এখনো পারেনি সেটা তার নাচ দেখলেই বোঝা যায় ।
সম্প্রতি “কলকাতার রসগোল্লা ” গানের সাথে উদুম নাচের একটি ভিডিও ভাইরাল হয় । ভিডিওতে দেখা যায় ওই বৃদ্ধাকে একটি সবুজ টপ আর জিন্স পড়ে । সাথে লাল একটি সাইড ব্যাগ । ভিডিও টি ভাইরাল হতে নেয়নি বেশি সময় । উত্তেজনা ফেলেছে নেটজনতার মনে ।





ওই ভিডিওটি সামনে আসতে না আসতেই প্রায় ৯ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন । ১২ হাজার এর উপর মানুষ পছন্দ করেছেন । মন্তব্য এসেছে অনেক । এসেছে শ্রদ্ধা ও শুভেচ্ছা বার্তা ।




