নিজস্ব প্রতিবেদন :-বাংলা চলচ্চিত্র জগতে এককালীন দাপিয়ে বেড়িয়েছে সুচিত্রা সেন । যিনি বেশিরভাগ ছবি করতেন উত্তম কুমারের সাথে । প্রেমিক প্রেমিকার জুরি কে তুলে ধরতে আজও উত্তম-সুচিত্রার প্রসঙ্গ টেনে আনা হয় । কিন্তু তার মেয়ে মুনমুন সেন কে ঠিক ততটা ও প্রভাব ফেলতে দেখা যায়নি বাংলা ইন্ডাস্ট্রিতে।





তবে তার দুই নাতনি রাইমা সেন এবং রিয়া সেন রীতিমতো এই যুগের সেরা অভিনেত্রী দের মধ্যে অন্যতম। রাইমা সেন এবং রিয়া সেন এই দুই বোন বাংলা ইন্ডাস্ট্রিতে রীতিমতো দাপিয়ে বেড়ায় । একের পর এক সিনেমার মাধ্যমে তারা জয় করেছেন দর্শকের মন ।কেড়েছে নজর ।
এবার আসি রিয়া সেন কথাই । রিয়া সেন কে ঠিক তেমনভাবে প্রকাশ্যে দেখা যায়নি। তবে হইচইয়ের মিসম্যাচ 2 ওয়েব সিরিজের পর তার চর্চা যেন এখন তুঙ্গে । একেবারে লাইমলাইটে কেন্দ্রবিন্দুতে চলে আসা এই রিয়া সেন তার অনুগামীদের প্রতি যথেষ্ট সচেতন। সচেতন সোশ্যাল মিডিয়াতে।





তাই বারবার তাকে দেখতে পাওয়া যায় বিভিন্ন লুকে। যদিও এর আগে বিভিন্ন ছবি এবং ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন এবং নিমিষে সেটা ভাইরাল হয়েছে ,তবুও এবারের ভাইরাল হওয়া ছবি বাকি সবাইকে টেক্কা দিয়েছেন।
সম্প্রতি রিয়া সেন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন যেখানে তাকে একটি সুইমিং কস্টিউম এ । যা মুহূর্তে মধ্যে হয় ভাইরাল। ছবিতে তাঁর পরণে রয়েছে কালো স্যুইমস্যুট। দু’পাশে এক বিশেষ কাটিং। আর সঙ্গে ডিজাইনার নিধি মুনিমের একটি স্রাগ। আর কোনও অলঙ্কার কিংবা মেক আপ ব্যবহার করেননি তিনি। যাকে বলে একেবারে ন্যুড-লুক।





https://www.instagram.com/p/Bm8A1nFHCOO/?utm_source=ig_web_copy_link
কোথাও যেন হারিয়ে যাওয়া সেই রিয়া সেন আরো একবার দর্শকের নজরে শীর্ষে। বিভিন্ন ওয়েব সিরিজ এবং বাংলা ছবির মাধ্যমে ফের আরও একবার দর্শক মনে জায়গা করে নিতে চলেছে এই রিয়া সেন । এমনটাই অনুমান অনুগামীদের ।
https://www.instagram.com/p/Byrvjc2n9l8/?utm_source=ig_web_copy_link