




নিজস্ব প্রতিবেদন :-সোশ্যাল মিডিয়া এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে আমাদের সামনে উঠে আসে বিভিন্ন শ্রেণীর মানুষেরা। সাধারণ মানুষ থেকে রাতারাতি তারকা। কিন্তু যারা তারকা তাদের বোধহয় আর পরিশ্রম কষ্ট করে উঠে আসতে হয় না । কিন্তু তবুও তাদেরকে মাঝে মধ্যেই দেখা যায় সোশ্যাল মিডিয়ার কে হাতিয়ার করে বিভিন্ন ছবি ভিডিও ভাইরাল হতে ।





এর আগে আমরা দেখেছি অতি সাধারণ মানুষ এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে নিজের প্রতিভাকে তুলে ধরেছেন সকলের সামনে। হয়ে উঠেছেন রাতারাতি তারকা । কিন্তু এবার আরও একবার খবরের শিরোনামে উঠে এলেন বলিউড অভিনেত্রী এবং নিত্য শিল্পী নোরা ফাতেহি ।
নাচের দিক থেকে তার ভঙ্গিমা এবং এক্সপ্রেশন যেকোনো প্রথম সারির অভিনেত্রীকে টেক্কা দেবে। ।পারফেক্ট নাচ আর পারফেক্ট মুভস এর জন্য বরাবরই জনপ্রিয়তার শীর্ষে থাকে আরবী কন্যা নোরা ফাতেহী।





এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে তিনি ভীষণভাবে সক্রিয় । তাই মাঝেমধ্যেই অনুগামীদের জন্য দিয়ে থাকেন হট অবতার ছবি বা ভিডিও। তবে এবার নিজেই নিজের ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রাম প্রোফাইল এ যা মুহূর্তের মধ্যে হয়েছে ভাইরাল । যা নজর কেড়েছে নেট দুনিয়া জনতাদের। নোরার নাচ দেখে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে না এমন পুরুষ নেই বললেই চলে। শুধু পুরুষ কেন নোরার নাচ ও এক্সপ্রেশন দেখে হিমশিম খায় মহিলা ফ্যানেরাও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় ভেজা শরীর এ নোরা ফাতেহি কে এক সমুদ্রতীরের বিচের ধারে সৈকতে মার্স গানের তালে নাচতে । আর ক্যাপশানে লিখেছেন, ‘Teaching marce some moves on the beach ।





প্রসঙ্গত উল্লেখ একটি রিয়ালিটি শো এ মালাইকা অরোরা কোভিড ১৯-এ পজিটিভ হওয়ার পর সেখানে কিছুদিনের জন্য নোরাকে স্থানান্তরিত করা হয় বিচারক হাসবে । তবে মালাইকা সুস্থ হয়ে ফেরার পর এই রিয়্যালিটি শো থেকে এখন বিদায় নিয়েছেন নোরা । সম্প্রতি তার এই ভিডিও নিয়ে বেশ আলোচনা চলছে তার অনুগামীদের মধ্যে ।