গত ১৪ ই জুন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন সুশান্ত সিং রাজপুত। এখনও সারা দেশ উথাল পাথাল তাঁর মৃ-ত্যুতে। বলিউডের অন্ধকার দিকটা উন্মোচিত হয়েছে সকলের সামনে। করণ জোহর, সঞ্জয় লীলা বনসালি, একতা কাপুর, সলমন খান প্রমুখের নামে মা-ম-লা দায়ের হয়েছে। অনেকেই বলিউডের স্বজনপোষন নীতি নিয়ে অধিক মাত্রায় সরব হয়েছেন।
কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে মনোজ বাজপেয়ী, শেখর কাপুর, অনুভব কাশ্যপ এবং তাবড় তাবড় সেলিব্রিটি রা মুখ খুলেছেন বলিউডের চলতে থাকা এই নেপোটিজমের বি-রু-দ্ধে।এরই মধ্যে মা-ম-লা দা-য়ে-র হয়েছে করণ জোহর, আলিয়া ভাট, সলমন খান, একতা কাপুরের বি-রু-দ্ধে। সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জে-রা করছে পুলিশ। সুশান্তের মৃ-ত্যুর কারণ ছিলো মানসিক অবসাদ- এই বিষয়টাকে প্রাথমিক ভাবে মনে করছে মুম্বাই পুলিশ।
সুশান্তের মৃ-ত্যুর জন্য সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয়েছিলেন তাঁর অসংখ্য অনুরাগী এবং বহু সেলিব্রিটি রাও। অবশেষে সিবিআই কেস হাতে নিয়েছে সুশান্তের মৃ-ত্যুর ত-দ-ন্তের। দিন যত অতিক্রম হচ্ছে ততই জটিল হচ্ছে সুশান্তের মৃ-ত্যুর রহস্য। এবার সামনে এসেছে আর একটি ভিডিও ফুটেজ যা প্রকাশিত হতেই চা-ঞ্চ-ল্য ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে সাদা নীল চেক টি-শার্ট পরা এক মহিলা সুশান্তের বিল্ডিংয়ে ঢুকছেন।
এমনকি সুশান্তের অ্যাম্বুলেন্সের আশেপাশেও এই রহস্যময় মহিলাকে দেখা গিয়েছে। কিন্তু এই রহস্যময়ী মহিলার পরিচয় সম্বন্ধে এখনো কেউ স্পষ্ট ধারণা পাননি। এছাড়াও ভিডিওতে দেখা যায় ওই র-হ-স্যময়ী মহিলা সুশান্তের হাউস ম্যানেজারের সাথে কথা বলছিলেন। তারপর তিনি পুলিশের পাশ কাটিয়ে সেখান থেকে প্রস্থান করেন। সুশান্তের ফরেন্সিক ত-দ-ন্তের ভিডিওতে ব্যাগ হাতে কালো টি শার্ট পরা একটা ব্যক্তি কে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।
জানা যায় যে সেই ব্যক্তি হলেন সুশান্তের বাড়ির কর্মী দীপেশ সাওয়ান্ত। ওই অজ্ঞাত পরিচয় মহিলার উপস্থিতি ভিডিওতে ধরা পড়তেই বেশ চা-ঞ্চ-ল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের উপস্থিতির মধ্যেই সুশান্তের মৃ-ত্যুর ঐদিন একজন অজ্ঞাত পরিচয় মহিলা পুলিশের সামনে দিয়েই এভাবে ঘোরাফেরা করলো অথচ তার পরিচয় সম্বন্ধে জানা যাচ্ছে না এটা অত্যন্ত সন্দেহজনক একটি পরিস্থিতির সৃষ্টি করেছে।