




নিজস্ব প্রতিবেদন :-ভারতের সবথেকে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে আইপিএল । কিন্তু করোনার জন্য অনেক দেরিতে শুরু হয়েছে । তার পাশাপাশি ভারতে করোনার পরিস্থিতি উদ্বেগজনক থাকার দরুন এই আইপিএল এ বছরের জন্য স্থানান্তরিত করা হয়েছে দুবাই এ ।





কোন ক্রিকেট ম্যাচ চলার সময় একটা টান টান উত্তেজনা থাকে ক্রিকেটপ্রেমীদের মধ্যে । তার সাথে সাথে উত্তেজনা থাকে দর্শক এবং ক্রিকেটারদের মধ্যে ও। এবং মাঝে মাঝে এই টানটান উত্তেজনার দরুন লেগে যায় ঝামেলা তর্ক বিতর্ক এমনকি হাতাহাতির ও । এই ঘটনা প্রমাণ আমরা এর আগেও অনেকবার দেখেছি তবে সম্প্রতি আবার দেখলাম । সম্প্রতি সানরাইজ হায়দ্রাবাদ এর সাথে রাজস্থান রয়েলসের মুখোমুখি একটি ম্যাচ ছিল । যেখানে রাজস্থান রয়েলস জয় হাসিল করে । কিন্তু শেষ মুহূর্তে অর্থাৎ শেষ ওভারে ঘটে গেল এক দুর্ঘটনা ।
আইপিএল ২০২০-তে সানরাইজার্স হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যালসের মধ্যে খেলা হওয়া ম্যাচের শেষ ওভারে হায়দ্রাবাদের খলিল আহমেদ আর রাহুল তেওটিয়ার মধ্যে উত্তপ্ত ঝামেলা হতে দেখা যায়। আসলে ম্যাচের শেষ ওভারে রাজস্থানের জয়ের জন্য ৮ রানের দরকার ছিল, সেই সময় ওই ওভারে অধিনায়ক ডেভিড ওয়ার্নার খলিল আহমেদকে বল তুলে দেন। এরপরই ক্রিজে সেট হওয়া রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রাহুল তেওটিয়া আর হায়দ্রাবাদের বোলার খলিল আহমেদের মধ্যে তর্কাতর্কি হয়ে দেখা যায়। এটা দেখেই অধিনায়ক ওয়ার্নার দ্রুত মামলা মেটানোর চেষ্টায় পৌঁছে যান।





এরকম ছোটখাটো ঘটনা উত্তেজনা বসত হয়ে থাকে তবে স্পোর্টসম্যান স্পিরিট হল আসল কথা। এবং ঐদিন এক অভিনব স্পোর্টসম্যান স্পিরিট এর সাক্ষী রইলাম আমরা সকলে । কারণ ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ও উত্তাপ বজায় ছিল । কিন্তু শেষে অবশ্য স্পোর্টসম্যান স্পিরিট কে বজায় রেখে দুই দলের মধ্যে আসে মিত্রতা ।





— Dhoni Fan (@mscsk7) October 11, 2020