




নিজস্ব সংবাদদাতা: কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক নতুন ধরনের ট্রেন্ড। এই ট্রেন্ডে বিভিন্ন রকমের ডায়লগ কথোপকথনের অংশ সিরিয়ালের কোনো একটি দৃশ্যের চরিত্র গুলির মধ্যে কথাবার্তা- সেইসব একটি গানের সুরে ফেলে দেওয়া এবং সেখান থেকে ১ বা 2 মিনিটের ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া।এই ট্রেন্ডটি ভীষণ চলেছিল।





ভীষণ সাড়া পাওয়া গিয়েছিল নেটিজেনদের মধ্যে। ধীরে ধীরে অনেক নিমার ইউটিউবাররা এরকম ভিডিও তৈরি করছেন। এবার সেইসব ভিডিও নিয়েই আরো তৈরি হলো ইউটিউব এর নতুন ট্রেন্ড।সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিও তে দেখা গেল দুজন জিন্স এবং টপ পরিহিতা মেয়ে সেরকমই এক ভিডিওতে নাচছেন। সেই ভিডিওটি যেটার সুরে নাচ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন,





সেই ভিডিওটি আসলে অভিনেত্রী রাখি সাওয়ান্তের একটি কথোপকথন। সেই কথোপকথন গানের সুরে প্রকাশিত হয়, এবং সেই সুরেই তারা নেচে মাত করলেন নেট দুনিয়া।ইতিমধ্যে সেই ভিডিওতে প্রচুর ভিউ চলে এসেছে। লাভ রিয়েক্ট করেছেন প্রচুর মানুষ। এই নতুন রকম নাচের আঙ্গিকে হয়তো আমরা আগামী দিনে আরো অনেক ভাইরাল ভিডিও দেখতে পারবো। আসুন দেখে নেওয়া যাক সেই ভিডিও
https://www.instagram.com/p/CFrpR_Up9pd/?utm_source=ig_web_copy_link




