







নিজস্ব প্রতিবেদন : ব্যবসা হলো সাধারণ মানুষের কাছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা ছাড়া কখনোই ভালো অংকের অর্থ উপার্জন করা সম্ভব নয়। বিশেষ করে যেহেতু এখন চাকরির বাজার খারাপ হয়ে গিয়েছে তাই প্রত্যেকটা মানুষ চেষ্টা করছেন একটা নিজস্ব ব্যবসা শুরু করার। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে দুর্দান্ত একটা ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি। আপনারা যারা সম্প্রতি ব্যবসা শুরু করার কথা ভাবছেন অবশ্যই আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিন। এইভাবে স্টেপ বাই স্টেপ ব্যবসা শুরু করলে কখনোই কিন্তু আপনাকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। চলুন তাহলে এবার প্রতিবেদনের মূল পর্বে যাওয়া যাক।
মপ তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন?
প্রথমেই জেনে নেব এই ব্যবসা শুরু করার জন্য কি কি কাঁচামালের প্রয়োজন হয় সেই বিষয়ে। মপ তৈরি করার জন্য যে সকল কাঁচামাল লাগে সেগুলি হল-
1: সুতো
2: প্লাস্টিক ক্যাপ
3: প্লাস্টিকের লাঠি।




সামান্য তিনটি এই কাঁচামাল ব্যবহার করে আপনারা খুব সহজে কিন্তু মপ তৈরি করে নিতে পারবেন। তবে অবশ্যই বড় ব্যবসা শুরু করতে গেলে আপনাদের প্রয়োজন হবে মেশিন। তবে যদি আপনাদের মূলধনের ঘাটতি থাকে সেক্ষেত্রে মপ বা ঘর মোছা তৈরি করার জন্য খুব বেশি বড় জায়গা ব্যবহার করার দরকার নেই। ঘরের এক কোণে একটা টেবিলে নিয়ে আপনি এই কাজ করতে পারেন। অথবা আপনি চাইলে অফিসের মধ্যেও পারটাইম সময় বের করে এই ব্যবসা শুরু করতে পারেন।




এই ব্যবসা শুরু করতে কতটা মূলধন প্রয়োজন হবে?
যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা কিন্তু অত্যন্ত অল্প মূলধনের সাহায্যে এই ব্যবসা শুরু করতে পারবেন।মাত্র 10 হাজার টাকা খরচ করে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। কারণ এই ব্যবসায় যেসকল সামগ্রী ব্যবহার করা হয় তার দাম খুবই কম হয়ে থাকে। ফলে 10 হাজার টাকা দিয়ে আপনি এই ব্যবসা শুরু করার পর সফল হয়ে গেলে আপনারা কিন্তু পরবর্তীতে আরও বেশি করে ইনভেসমেন্ট করতে পারেন এই ব্যবসায়।
সুতরাং যারা নতুন ব্যবসা শুরু করছেন এবং একটি ইউনিক বিজনেস আইডিয়া চাইছেন তাদের জন্য কিন্তু এই ব্যবসাটি একেবারেই আদর্শ। এই ব্যবসা শুরু করতে গেলে আপনাদের যে মেশিনটা কিনতে হবে তার দাম রয়েছে ৭৫০০ টাকা। টুকটাক কাঁচামাল নিয়ে প্রায় দশ হাজার টাকার কাছাকাছি খরচ পড়বে হিসেব অনুযায়ী। এখান থেকে প্রায় দিনে দু হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন।




কোথা থেকে মেশিন কিনবেন?
যারা এই ব্যবসা শুরু করতে চান এবং মেশিন কিনতে আগ্রহী রয়েছেন সময় নষ্ট না করে নিজের দেওয়া ঠিকানায় দ্রুত যোগাযোগ করে নিন।
Sonarpur Super Art
Prop – Mr.Alokesh Roy
Khirish tala, Sonarpur.
Kolkata – 700150
Contact – 9002886369/8335815276.











