নিজস্ব প্রতিবেদন:-করোনা আবহে স্বাস্থ্য সচেতনতা মাথায় রাখতে হবে । বারবার এ খবর আমরা জেনেছি । তাই রীতিমতো বার বার সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধোবার কথা জানানো হচ্ছে । সামাজিক দূরত্ব রাখার কথা বলা হচ্ছে ।পড়তে বলা হচ্ছে মাস্ক । কিন্তু এ এক বিরল হাস্যকর ঘটনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যা দেখে আপনি অবাক হবেন । ডাকাতি করতে গেলে আবার হ্যান্ড স্যানিটাইজার এ কথা মাথায় থাকে নাকি? স্বাস্থ্যবিধি ? সেটাও মাথায় রাখতে হয় বুঝি? তেমনটাই হয়তো হয় ,এই ভিডিও দেখে তাই বোঝা যাচ্ছে ।
উত্তরপ্রদেশে আলীগড়ে একটি সোনার দোকানে কিছুদিন আগে ডাকাতি হয়েছে । কিন্তু এ ডাকাতি বাকি আর পাঁচটা ডাকাতির মতো সাধারণ নয় ।কেন? কারণ দোকানের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ভিডিও ক্লিপ দেখে অবাক হবেন আপনিও । দেখা যাচ্ছে একদল দু-ষ্কৃ-তী দোকানে ঢুকে প্রথমে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে হ্যান্ড স্যানিটাইজার নিয়েছে। তারপর সে কোমর থেকে বের করেছে বন্ধুক এবং চুরি করেছে লক্ষাধিক টাকা ও সোনার গয়না। ভিডিওটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয় এবং রীতিমত শিরোনামের এই মুহূর্তে নেট দুনিয়ায়।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক সোনার দোকানের কর্মচারী গ্রাহকদেরকে স্যানিটাইজার দেওয়ার জন্য সামনে দাঁড়িয়ে থাকতে। তারপর এক গ্রাহককে তারা স্যানিটাইজার দিচ্ছিল। কিন্তু কে জানত সেই গ্রাহক আসলে একজন ডাকাত ।স্যানিটাইজার নেওয়ার পরই বন্দুক উঁচিয়ে নিয়ে যায় লক্ষাধিক টাকা ।দিনের বেলায় এরকম সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যসচেতন বিধি মেনে হওয়া ডাকাতি দেখে থ রীতিমত অবাক হচ্ছেন অনেকে ।
তাহলে কি বুঝলেন? চুরি হোক বা ডাকাতি সাধারণ কাজ হোক বা অসাধারণ কাজ সব ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে স্বাস্থ্যসচেতনতায়। ঠিক এমনটা আরো একবার প্রমান করলো ওই ডাকাতদল ।
In Aligarh , then men rob a jewellery shop following full ‘covid protocol’ – walk in wearing masks , get hands sanitised and then whip out a gun and rob the establishment ! @aligarhpolice have promised swift action … pic.twitter.com/hTOREmEg2W
— Alok Pandey (@alok_pandey) September 11, 2020