নিজস্ব প্রতিবেদন :-সম্প্রতি ক্রিকেট জগতের জনপ্রিয় মুখ কে নিয়ে চলছে তীব্র আলোচনা এবং প্রতিক্রিয়া। আইপিএল ভারতে একটি জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট যে আইপিএল এর দিকে মুখ চেয়ে থাকে বহু ক্রিকেট প্রেমীরা। এবারে করোনার কারণে ভারতবর্ষে অনুষ্ঠিত হতে পারেনি আইপিএল। একটু দেরি হলেও অনুষ্ঠিত হয়েছে এই ক্রিকেট টুর্নামেন্ট। তবে এই ক্রিকেট টুর্ণামেন্টে পরপর দুটি ম্যাচে হেরে যাওয়া রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কে নিয়ে রীতিমতো নেটিজেনদের মধ্যে দেখা গেছে সমালোচনার ঝড় । তার সাথে জড়িয়ে গেছে সুনীল গাভাস্কার এর নামও ।
নিজের সুদক্ষ প্রতিভা দিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে এক আলাদা জায়গা করেছিলেন সুনিল গাবস্কার । অবসর নেওয়ার পর তিনি আপাতত কমেন্ট্রি বক্সে থেকে থাকেন ।মাঠে আর সচরাচর দেখা যায় না। এবার সেই সুনীল গাভাস্কার এমন এক অ-শ্লী-ল মন্তব্য করে বসলেন , যাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক কি সেই মন্তব্য? দেখে নেওয়া যাক ।
পরপর দুটি ম্যাচে হেরে যাওয়া আরসিবির ক্যাপ্টেন বিরাট কোহলি কে নিয়ে তিনি ঐদিন অশ্লীল মন্তব্য করেন। মানুষ বুঝতেই পারছে আর আগের ফর্ম এর ধারে-কাছে নিয়ে বিরাট কোহলি। কিন্তু তবুও এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি এমনটাই মনে করছেন অনেকে। ঐদিন বিরাটের পারফরম্যান্সের নি-ন্দা করতে গিয়ে সুনীল গাভাস্কার বলেন “লকডাউন মে ইনহো নে সিফ্র অনুষ্কাকে গেঁন্দ কা হি প্র্যাকটিশ কিয়া হ্যায়৷
ব্যাস তারপর থেকে শুরু হয়েছে বি-ত-র্কের ঝড়। চুপ থাকে নি অনুষ্কা ও ।বিয়ের আগে ও অসফলতা নিয়ে ফের একবার বি-ত-র্কে মুখে পড়েছিল অনুষ্কা। তখন খাপ খোলা ত-লো-য়ার- হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছিলেন খোদ বিরাট কোহলি ।এবার অনুষ্কা তারার অপেক্ষা রাখল না । তিনি সুনীল গাভাস্কারের করা ওই অ-শ্লী-ল মন্তব্য এর বি-রু-দ্ধে সরব হয়ে টুইটারে একটি পোস্ট করেন ।
এবং বলেন ” মিস্টার গাভাসকর আপনার বক্তব্য খুব অস-ম্মান-কর, এবং আমি জানতে চাই এর ব্যাখ্যা কেন একজনের স্বামীর পারফরম্যান্সের জন্য তাঁর স্ত্রীকে দায়ি করা হবে৷ “। কারোর খারাপ বা বাজে পারফরমেন্সের জন্য তার স্ত্রীকে কেন দায়ী করা হবে এ বিষয়ে তিনি সরব হয়েছেন । যদিও এখনও সুনীল গাভাস্কার এর পক্ষ থেকে কোনো এর পাল্টা প্রতিক্রিয়া মেলেনি তবে নেটিজেনদের মধ্যে বইটকের ঝড় উঠেছে এখন ।