নিজস্ব প্রতিবেদন :-এই মুহূর্তে দেশে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আ-ক্রা-ন্তে-র সংখ্যা। বলাবাহুল্য প্রতিদিনই প হচ্ছে নতুন নতুন সংক্রমনের রেকর্ড। বাদ যায়নি তালিকা থেকে রাজ্যও । প্রতিদিন বেড়ে চলেছে মৃ-ত ও সংক্র-ম-নের সংখ্যা। এমতাবস্থায় কিভাবে এই করোনার উপর রাস টানা যায় তা নিয়ে উদ্বিগ্ন গবেষকরা।





এখনো পর্যন্ত ভ্যাকসিনের কোন নাম গন্ধ নেই। কবে ভ্যাকসিন আসবে তা এখনো সঠিকভাবে বলা সম্ভব নয় । কিন্তু ট্রায়াল চলছে অনেক জায়গায়। এর পাশাপাশি সামনে বাঙালির শ্রেষ্ঠ পুজোর দুর্গাপূজা ।কাজেই দুর্গা পুজো সময় যাতে জমায়েত এড়ানো যায় সে বিষয়ে সচেতন থাকতে হবে মানুষকে ।
কিন্তু বাঙালির শ্রেষ্ঠ পুজো বলে কথা। অতো সচেতনতা মাথায় রেখে কি আর পুজো সম্ভব ? কিন্তু এমনটা করতে হবে । নিজেকে যদি সুস্থ রাখতে চান এবং তার সাথে সাথে যদি সুস্থ রাখতে চান আপনার পরিবারকে তবে এই সমাজ সচেতনতার কথা মাথায় রাখতে হবে । এই দায়িত্ব সাধারণ মানুষ, প্রশাসন এর পরও যদি কারো থেকে থাকে তবে সেটা হলো সেলিব্রিটিদের । কারণ তাদের লক্ষ্য লক্ষ্য ফ্যান ফলোয়ার্স থেকে থাকে তাদের।





কাজেই সেই সমস্ত ফ্যান ফলোয়ার্স দের কাজে লাগিয়ে কম সময়ে বেশি সংখ্যক মানুষের কাছে এই সচেতন বার্তা পৌঁছানো সম্ভব এই সেলিব্রিটিদের মাধ্যমে। তাই সমাজ সচেতন করার দায়িত্ব কিছুটা হলেও সেলিব্রিটিদের আছে । এবং সেই দায়িত্ববোধ থেকেই এগিয়ে এসেছেন বাংলার অভিনেত্রী শ্রাবন্তী।
বৈবাহিক জীবন নিয়ে বিভিন্ন রকম কটুক্তি শি-কা-র হলেও সমাজ সচেতনতার তিনি ভুলে যাননি একেবারে। বাঙালি এই অভিনেত্রী তার অফিসিয়াল পেইজ এর মাধ্যমে তার অনুগামীদের সচেতন হবার বার্তা দিয়েছেন । বাইরে পুজোর সময় বড় জমায়েত থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তার সাথে মাস্ক পড়ার পরামর্শ দিয়েছেন ।





তিনি বলেছেন মাস্ক ব্যবহার না করলে সংক্র-ম-নে-র আশংকা অনেকগুণ বেড়ে যায় । তাই নিজের পরিবারকে সুস্থ রাখতে এবং নিজে সুস্থ রাখতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। এর পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার বা সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেছেন অভিনেত্রী । অভিনেত্রীর এই সমাজ সচেতন মূলক বার্তা পেয়ে রীতিমতো খুশি তার অনুগামীরা ।
https://www.instagram.com/p/CF43_y6hUa0/?utm_source=ig_web_copy_link