









প্রত্যেকটি মেয়ের স্বপ্ন থাকে সুন্দর লম্বা ঘন চুলের কিন্তু সবার তো আর চুলের গ্রোথ সমান হয় না তাই সবার এই ঘন মজবুত লম্বা চুল হয় না। আমরা প্রত্যেকেই লম্বা ঘন চুল চাই কিন্তু তার যত্ন করতে পারি না ঠিকমত; ফলত আমাদের চুল উঠে যায়। আর চুলে দেখা যায় পুষ্টির অভাব।





তো আপনারা যদি চুল বড় করতে চান তাহলে আজ থেকে শুরু করুন চুলের যত্ন নেওয়া. চুল তখনই সুন্দর লম্বা ও ঘন হয় যখন তার সঠিক ভাবে যত্ন নেওয়া হয়. এবং তার জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে এবং বেশি করে জল খেতে হবে।





শরীর সুস্থ থাকলে তবেই চুল সুস্থ থাকবে এবং তাহলেই চুল হবে ঘন ও মজবুত এবং লম্বা. চুলকে ঘন , মজবুত এবং সতেজ রাখার জন্য কিছু ঘরোয়া পদ্ধতি আছে. যাতে আমাদের চুল সুস্থ থাকে গোড়া মজবুত হয় এবং প্রাণোচ্ছল থাকে. আসুন জেনে নেওয়া যাক সেই সব ঘরোয়া পদ্ধতি গুলো-





1. ডিম টক দই মেথি ও পাকা কলা দিয়ে তৈরি প্যাকটি খুবই উপকারী





2. আমলকির রস চুলের জন্য বেশ উপকারী .আমলকির রসের সাথে অ্যালোভেরা মিশিয়ে ব্যবহার করা যেতে পারে এতে চুল নরম হয় এবং এটি চুলে কন্ডিশনারের কাজ করে,
\





3. পেঁয়াজের রসের সাথে মেথি ও টকদই মিশিয়ে চুলে লাগালে ভালো ফল পাওয়া যায়





4. দুধ এবং মধু মিশিয়ে চুলে লাগালে চুলের রুক্ষতা ও শুষ্কতা দূর হয় এবং চুল সতেজ থাকে. তবে মনে রাখতে হবে উপরের প্যাক গুলির মধ্যে যেকোনো একটি সপ্তাহে একবার করে ব্যবহার করতে হবে. শ্যাম্পু করার অন্তত 30 মিনিট আগে এটি চুলে দিয়ে রাখতে হবে ,তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে.



















