







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে আমাদের জীবনের একটি অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। ৮ থেকে ৮০ সকলেই এখন সোশ্যাল মিডিয়ার বাসিন্দা হয়ে পড়েছেন । কাজের ফাঁকে হোক বা কাজের মধ্যেই এক ঝলক যেন সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনে চোখ না রাখলে চলে না। এই নেট মাধ্যমে প্রতিনিয়ত কিন্তু নানান ধরনের ছোটখাট ফটো এবং ভিডিও ভাইরাল হয়ে থাকে।
মানুষ থেকে শুরু করে জীবজন্তু সবকিছুই আপনারা এখানে দেখতে পাবেন। তবে একটু ভিন্ন ধরনের ভিডিও হলেই কিন্তু সেটা মানুষের মন জয় করে নেয় এবং মুহূর্তেই হয়ে ওঠে ভাইরাল। সাম্প্রতিক তেমনই একটি ভাইরাল ভিডিওর কথা আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব।




সম্প্রতি ইউটিউবে আমরা একটি দারুণ ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছি। এই ভিডিওতে দুর্দান্ত কায়দায় সবজি চাষের পদ্ধতি শেয়ার করে নেওয়া হয়েছে। ভারতের মতো দেশে যেখানে কৃষিকাজটা একটা প্রধান জিনিস সেখানে এই ধরনের একটা ভিডিও নিঃসন্দেহে সকলের মন জয় করে নেবে তাতে কোন সন্দেহ নেই। ‘Ko Bangla’ নামক এক চ্যানেল থেকে এই পদ্ধতির বিস্তারিত বর্ণনা করা হয়েছে। চ্যানেল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী একসঙ্গে সবজি ও মাছ চাষ করার এই পদ্ধতির নাম ‘Aquaponic Farming’।




জানা যাচ্ছে ভাইরাল এই ভিডিওটি,কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে অবস্থিত এক সুবৃহৎ ফার্মের কর্মকাণ্ড। এখানে একটি বড় ফিশ ট্যাঙ্কারের সাহায্যে একসাথেই মাছ এবং সবজি দুটো চাষ করা হয়েছে। ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের বোতল। এই বোতলের মধ্যে মাটি ভরে বীজ রোপন করে করা হয়েছে সবজির চাষ।ফিশ ট্যাঙ্কারের বাকি অংশের জলে করা হয়েছে মাছের চাষ।
অভিনব এই ভিডিওটির ভিউজ সংখ্যা ১.৫ মিলিয়নের গণ্ডি পেরিয়ে গিয়েছে। যদি আপনাদের এই প্রতিবেদনটি ভাল লেগে থাকে তাহলে এই ভিডিওটা দেখে আপনারাও কিন্তু নিজেদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। যারা কৃষকরা রয়েছেন এই ধরনের একটা পদ্ধতি কিন্তু ট্রাই করলে খুব একটা মন্দ হবে না।











