







নিজস্ব প্রতিবেদন: মধ্যবিত্ত সাধারণ মানুষের কাছে বাড়ি তৈরি করা হলো একটা স্বপ্নের মত। নির্দিষ্ট বয়সের পরে অনেকেই কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এবং বাচ্চাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে জমি জায়গা করে বাড়ি তৈরি করে থাকেন। যাদের আর্থিক অবস্থা ভালো তাদের এই ক্ষেত্রে খুব একটা অসুবিধার মুখোমুখি হতে হয় না। তবে যারা দীর্ঘ সময় ধরে সঞ্চয় করে বাড়ি তৈরি করার কাজে অংশগ্রহণ করেন তারা কিন্তু চট করে কোন বেকার খরচ করতে পারেন না।
বাড়ি তৈরি করার সময় সব থেকে বেশি যে জিনিসটার প্রয়োজন সেটা হলো পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া কোন কাজই কিন্তু সঠিকভাবে হতে পারে না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের একটি দোতলা বাড়ির পরিকল্পনা শেয়ার করে নেব। মোটামুটি কম খরচের মধ্যেই অল্প জায়গায় এই বাড়িটা কিন্তু এই ডিজাইন ফলো করলে আপনারা তৈরি করে নিতে পারবেন। সম্প্রতি বাড়ি তৈরি করার কথা চিন্তাভাবনা করছেন এমন মানুষেরা কিন্তু অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন। ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না।




অন্যান্য বেশিরভাগ বাড়ির ডিজাইন এর মতন এটাতেও মূল প্রবেশ পথের শুরুতে একটি কোচ রাখা হয়েছে। বাড়ির সামনের দুটো রুমের সাথে রাখা হয়েছে, এটাচ বারান্দা। বাড়ির মূল দরজা দিয়ে প্রবেশ করে ঠিক বাঁদিকেই আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং সোজাসুজি থাকছে ডাইনিং রুম। এবার অপর পাশে অর্থাৎ ডানদিকে আপনারা পেয়ে যাবেন একটা অ্যাটাচ টয়লেট সহ মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম থেকে ঠিক বেরিয়েই ডাইনিং রুমের পাশে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কমন টয়লেট এবং তার ঠিক সোজা আরো একটি বেডরুম।




ডাইনিং রুম থেকে ঠিক বামদিকে কিচেন এবং কিচেন এরপর আরো একটা বেডরুম তৈরি করা হয়েছে। ডাইনিং রুম থেকে ঠিক সোজা অর্থাৎ পেছনের অংশে রাখা হয়েছে সিঁড়ির ঘর। অনেকেই আছেন যারা আলাদা করে সিড়ির ঘর তৈরি করে থাকেন। তাদের উদ্দেশ্যে বলবো এটার প্রয়োজন নেই। একসাথে রাখলে কিন্তু অনেকটাই খরচ বাঁচানো যাবে। মোটামুটি একতলা বাড়ি তৈরি করলে সহজ ভাবেই এই পরিকল্পনাটা আপনাদের কাছে কার্যকরি হবে। যদি দোতলা বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে কিচেন এবং ড্রয়িং রুমের জায়গায় একটি বেডরুম এবং অ্যাটাচ টয়লেট রাখতে পারেন।।
মোটামুটি এই পরিকল্পনাসহ একতলা বাড়ি তৈরি করতে গেলে আপনাদের খরচ পড়বে ৩০ লক্ষ টাকার কাছাকাছি। যদি এটাকে দোতলা বাড়ি করতে চান তাহলে প্রায় ৪০ লক্ষ টাকার কাছাকাছি আপনাদের খরচ পড়বে। যদি আপনারা খরচে আরও হিসেব করতে চান সে ক্ষেত্রে দেওয়ালে রঙের পরিবর্তে ওয়ালপেপার ব্যবহার করতে পারেন। বর্তমান সময়ে কিন্তু এটার ব্যাপক পরিমাণে প্রচলন রয়েছে। আজকে যে দুটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে পরিকল্পনা বললাম সেই অনুযায়ী জমি ছাড়া পুরো খরচটা আপনাদের ধরতে হবে।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/q6WT-yjbEXU











