নিজস্ব সংবাদদাতা: স্মার্টফোন এবং ইন্টারনেট – এই দুটোর কম্বোতে দৌলতে যেকোনো ধরনের মিডিয়া কনটেন্ট পাওয়া ভীষন সহজ হয়ে গিয়েছে।স্যোশাল মিডিয়ার দৌলত পৃথিবী আজ হাতের মুঠোয় সেলফোনে বন্দি। নিরন্তর পাওয়া যাচ্ছে ছোট- বড় সব রকমের খবর।





প্রতিদিনের ডেইলি- ডোজ হিসেবে ইন্টারনেটের ভাইরাল খবরের জুড়ি মেলা ভার। স্যোশাল মিডিয়ার পোষ্ট- ট্যুইট- ব্লগের ভিড়ের মাঝে এইসব ভাইরাল ভিডিও মন কাড়ল নেটিজেনদের। বিভিন্ন রকমের বিভিন্ন বিষয়ের ভাইরাল ভিডিও যেমন আপলোড হয়, এই ভিডিওটি অনেকটাই আলাদা।
এক যমজএর ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওটি দেখে সবাই হতভম্ব হতে যাচ্ছেন। কিন্তু কি কারণে? কি বিশেষত্ব? সাধারণত যমজ সন্তান যেরকম হয় এরা সেরকম নয়। মূলত মাতৃগর্ভে থাকা অবস্থাতেই যমজ সন্তান দুজনের হাত-পা পৃথক হয়। তবে এইক্ষেত্রে দুজনের হাত পা জোড়া লাগানো অবস্থায় আছে। এইভাবেই দিব্যি বেঁচে আছেন তারা। ভিডিও দেখে আমরা সবাই আশ্চর্য হলেও ওই দুজন বেশ খুশি মনেই আছেন।





স্বাভাবিক জীবন-যাপন করেই দিন কাটাচ্ছেন তারা। ভিডিওটিতে দেখতে পারবেন দুই জোড়া হাত পা থাকা সত্বেও তারা অনায়াসে বাইক চালিয়ে যাচ্ছেন। তাদের এই ব্যাপারে কোনো রকম অসুবিধে হচ্ছেই না।
বাইক নিয়ে তারা পেট্রোল পাম্পে তেল ভরতে এসেছেন। ভাইরাল এই ভিডিওতে একজনের দেহ বাইকের সিটের ওপর শোয়ানো, আর একজন সেখানে বসে আছেন। তারা অদ্ভুতভাবে ব্যালেন্সিং এর দ্বারা চালাচ্ছেন বাইকটি।




