হুবহু মানুষের মতোই নিজেদের মধ্যে কথা বলছে দুই টিয়া পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যার সাহায্যে ঘরের এক কোণে বসেই পৃথিবীর দূরদূরান্তে পৌঁছে যাওয়া যায়। সামান্য কিছু ইন্টারনেট খরচ ছাড়া আর অন্য কোন খরচের কিন্তু এখানে প্রয়োজন পড়ে না। লকডাউনের পর থেকেই তৃতীয় বিশ্বের দেশগুলোতে ব্যাপকভাবে উন্নত হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইনস্টাগ্রাম এর মতন প্লাটফর্ম গুলি এখন মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

বিগত দিনগুলোতে যেভাবে এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেড়েছে তাতে সাধারণ মানুষের জীবনযাপন বিপুল পরিবর্তিত হয়েছে তাতে কোন সন্দেহ নেই।। আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভাইরাল ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যা বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের দারুন পছন্দ হয়েছে। চলুন তাহলে এবার সেই ভিডিওটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।

সোশ্যাল মিডিয়ায় যেকোনো পশুপাখি সংক্রান্ত ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে থাকে।সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, দুই টিয়াপাখির অবিকল মানুষের মতো কথোপকথন। যা কিনা ‘টকিং প্যারট’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হওয়া মাত্রই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। সাধারণত খালি চোখে চট করে এই সমস্ত দৃশ্য দেখা যায় না। তাই সোশ্যাল মিডিয়ায় এই ছোটখাটো ব্যাপারগুলো চোখে পড়লে মুহূর্তেই কিন্তু সেটা ভাইরাল হয়ে ওঠে। এই ভিডিওটার ক্ষেত্রেও ঠিক এমনই ঘটনা ঘটেছে।

এমনিতেই ভালোভাবে শেখালে টিয়া পাখিরা দারুন কথা বলতে পারে তা আপনারা কম বেশি সকলেই জানেন। এই ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে কোন বাড়ির ছাদে ওই দুই টিয়া পাখি বসে রয়েছে এবং ‘টাইগার’ নামক এক টিয়া অপর টিয়াকে “এই মিঠু” বলে ডাকছে, উত্তরে ‘মিঠু’ নামক টিয়াটিও ‘কী’ বলে সাড়া দেয়। আপাতদৃষ্টিতে মজাদার এই দৃশ্যটি বেশ পছন্দ করেছেন নেটিজেনরা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Leave a Comment