







নিজস্ব প্রতিবেদন: অর্থ উপার্জনের জন্য প্রতিনিয়ত মানুষ কিন্তু নানান ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসলে বিগত বেশ কিছু সময় ধরেই চাকরির বাজার খারাপ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের কাছে ব্যবসাই হয়ে উঠেছে প্রধান মাধ্যম। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সঙ্গে একটা দারুন ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি।
খুবই কম খরচের মধ্যে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন আর লাভও হবে প্রচুর। ভবিষ্যৎ জীবনে এই ব্যবসার চাহিদা যে প্রচুর পরিমাণে বাড়তে চলেছে তাতে কোন সন্দেহ নেই। নিশ্চয়ই প্রতিবেদনটি এতদূর পর্যন্ত পড়ার পর আপনাদের সকলের মনেও এই ব্যবসাটি নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠে এসেছে। চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।




আজকের এই প্রতিবেদনে আমরা যে ব্যবসাটির কথা বলতে চলেছি সেটা হল ইট তৈরির ব্যবসা অথবা ফ্লাই অ্যাশের ইট তৈরির ব্যবসা। আপনারা হয়তো ভাবলেন আমরা দুবার ইটের কথা কেন উল্লেখ করলাম! এই প্রসঙ্গে জানিয়ে রাখি আজ এমন একটি মেশিনের কোথাও আপনাদের বলব যেটা থেকে এই ফ্লাই অ্যাশ এবং মাটি দুটো দিয়েই কিন্তু আপনারা ইট তৈরি করতে পারবেন।।
বাড়িঘর থেকে শুরু করে যে কোন দোকানপাট বা কোন বিল্ডিং তৈরি করতে গেলেই কিন্তু প্রয়োজন পড়ে ইটের। ইট ছাড়া আপনারা কখনোই কিন্তু এই কাজ করতে পারবেন না। সুতরাং বর্তমান সময়ে আমাদের জীবনে এর চাহিদা কতখানি রয়েছে তা নিশ্চয়ই বুঝেছেন!




যেহেতু মাটির ইটের এখন অনেক দাম বেড়ে গিয়েছে তাই অনেকেই কিন্তু ফ্লাই অ্যাশের ইট ব্যবহার করছেন। দুই ধরনের মেশিনের সাহায্যে আপনারাই ইট তৈরি করতে পারেন একটা হল হাইড্রলিক মেশিন এবং অন্যটি হলো ম্যানুয়াল মেশিন। ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে কিন্তু প্রোডাকশন নির্ভর করবে সম্পূর্ণ ম্যানপাওয়ার এর উপরে।




অন্যদিকে হাইড্রোলিক অর্থাৎ অটোমেটিক মেশিনের সাহায্যে আপনারা ঘন্টার প্রায় ৩০০ থেকে ৪০০ পিস পর্যন্ত প্রোডাকশন পেয়ে যাবেন নিশ্চিন্তে। বাজারের যেকোনো ইটভাটায় অথবা নিজেরাও ইটভাটা তৈরি করে আপনারা এগুলো বিক্রি করতে পারেন। যে সমস্ত জায়গায় নতুন প্লটিং হচ্ছে সেখানে যদি এই ব্যবসা শুরু করেন তাহলে তো আর দেখতেই হবে না। যদি এই ব্যবসা শুরু করতে আগ্রহী থাকেন তাহলে নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে মেশিন কিনে নিতে পারেন।
Royal machinery
Eser mineral complex
Muragacha,jugberia, Sodepur road , opposite lokenath mandir, Madhyamgram.
Kolkata – 700110
Contact :7980111516/8910085500.











