মাত্র তিন মিনিটেই পরিষ্কার হয়ে যাবে পুরনো দাগ যুক্ত তামা এবং পেতলের বাসন,ট্রাই করুন এই গোপন টিপস

নিজস্ব প্রতিবেদন: কম-বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই বিশেষ কোনো দিনে অথবা ঠাকুর দেবতার পূজো করার জন্য তামা আর পেতলের বাসন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বেশিরভাগ সময় টাই কিন্তু এই বাসনগুলো তুলে রাখা থাকে।। দীর্ঘ সময় পড়ে থাকতে গিয়ে অনেক ক্ষেত্রেই কিন্তু বাসনের উপরে একপ্রকার কালচে রং ধরে যায়। যার ফলস্বরূপ নতুন হলেও তামা আর পেতলের এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। আজকের এই বিশেষ প্রতিবেদনে বিশেষ কোনো ঝামেলা ছাড়াই আমরা আপনাদের সাথে এই সমস্ত বাসন পরিষ্কারের পদ্ধতি শেয়ার করে নেব। মাত্র কয়েক মিনিটেই হবে আপনাদের কার্যসিদ্ধি।

যে সমস্ত তামা বা পেতলের বাসন আপনারা পরিষ্কার করবেন সেগুলোকে প্রথমেই এক জায়গায় নিয়ে নিন। একটা পাত্রের মধ্যে তিন চামচ আটা নিয়ে নিন এবং তাতে এক চামচ লবণ যোগ করুন। তারপর এই মিশ্রণের মধ্যে সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দেবেন। এবার সমস্ত উপকরণগুলোকে একটু একসঙ্গে মেখে নিতে হবে। এবার এই মিশ্রণ দিয়েই আপনাদের যে সমস্ত বাসন আপনারা পরিষ্কার করতে চান সেগুলোকে মেজে নিতে হবে।

চেষ্টা করবেন এই মিশ্রণ পেতল বা তামার বাসনের গায়ে লাগিয়ে মিনিটখানেক সময় রেখে দেওয়ার। তারপর এগুলোকে হাত ঘষে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফেলুন। দেখবেন সম্পূর্ণ ম্যাজিকের মতন এগুলো আবার নতুন হয়ে চকচক করছে। কেমন লাগলো আজকের এই বিশেষ টিপস তা অবশ্যই আমাদের একটা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।

Leave a Comment