




নিজস্ব সংবাদদাতা: রাজ্যের বর্তমান শা’স’কদল তৃণমূলের একটি শ’ক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণ ২৪ পরগণা। কিন্তু সেখানে আগামী বিধানসভা নির্বাচনে বিনা আসনে প’রা’স্ত হবে তৃণমূল কংগ্রেস। ভাঙড়ে অনুষ্ঠিত প্রকাশ্য জনসভায় এই বক্তব্য রাখলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী।





2019এর লোকসভা নির্বাচনে কলকাতা বাদে রাজ্যের মত চারটি জেলায় বিরোধীদের ক্লিন সুইপে হারিয়েছিল তৃনমূল কংগ্রেস। বীরভূম, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা এই চারটি জেলা সেই কারণেই তৃণমূলের শ’ক্ত ঘাঁ’টি। এই চারটি জেলার মধ্যে সর্ববৃহৎ জেলা হচ্ছে দক্ষিণ ২৪ পরগণা।





রবিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার ভাঙড়ের চণ্ডীপুর ফুটবল ময়দানে এক জনসভায় যোগ দিয়েছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। সেই জনসভায় বক্তব্য রাখার সময় দাবি করেন, তৃণমূলের শ’ক্ত ঘাঁটি ভাঙড় এর পাশাপাশি ক্যানিং-সহ সমগ্র দক্ষিণ ২৪ পরগণা জেলায় কোনো আসনেই তৃণমূল কংগ্রেস জিততে পারবেনা।





আব্বাস সিদ্দিকী জানান, “তৃণমূলের শ’ক্ত ঘাটি বলে পরিচিত ভাঙড়, ক্যানিং সবই দখল করবে আমাদের দল। দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেস একটিও আসন পাবে না। আগামী বিধানসভা নির্বাচনে এই জেলায় আমরা অনেক আসন পাচ্ছি।”





ভোটের দা’মামা বাজিয়ে হুং’কা’র দেন, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি- প্রায় এইসব জেলায় আসনে প্রার্থী দেবে তার রাজনৈতিক দল। তবে সব আসনে প্রার্থী দিলেও নিজে সরাসরি প্র’তি’দ্ব’ন্দ্বিতা করবেন না তা আগেই স্পষ্ট করে জানিয়েছিলেন আব্বাস সিদ্দিকী।




