বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শুধু পশ্চিমবঙ্গ বা ভারতের নয় গোটা বিশ্ব দরবারে পরিচিত এক শিক্ষা প্রতিষ্ঠান।ভারতের বাইরে থেকেও বহু ছাত্র-ছাত্রী এখানে পড়তে আসেন।কিন্তু বেশ কিছু দিন ধরেই বিশ্বভারতীর পাঁচিল ভাঁঙা নিয়ে চলছে গন্ডগোল।
রাজনৈতিক দলগুলো এই সুযোগে একে অপরকে দোষারোপ করছে।এই প্রসঙ্গে বিজেপি সভাপতি জে পি নাড্ডার মুখে শোনা গেল এক বিস্ফোরক মন্তব্য।যে মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক তর্ক-বিতর্ক শুরু হয়েছে।বিশ্বভারতীর পাঁচিল কান্ডে বিজেপি সভাপতি তৃণমূলকে নিশানা করছে।তিনি বলেছেন-“বিশ্বভারতীতে তৃণমূলের গুন্ডারাজ চলছে।বিশ্বভারতীর অবস্থা দেখে রবীন্দ্রনাথের আত্মাও চমকে উঠবে।”
তিনি আরোও বলেছেন যে রবীন্দ্রনাথ যেভাবে বিশ্বভারতী তৈরী করেছেন এবং তা এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছেন,তার “হাল কি হয়েছে” সেটা সমস্ত জনগন মনে রাখবে।তিনি বলেছেন যে,বিশ্বভারতীর ল্যান্ড মাফিয়া এবং টিএমসিপি মিলে গুন্ডামি করছেন।বিজেপি সভাপতির মতে দেশের জনগন এই সবকিছুই মনে রেখে দেবে।