নিজস্ব প্রতিবেদন :-আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে চেয়ে থাকি সেই সময়ের জন্য যখন আমাদের জীবনে থাকবেন আর কোনো বাধা-বিপত্তি । কিন্তু এমনটা হয় না । কোনো না কোনো বাধা-বিপত্তি জড়িয়ে থাকে আমাদের দৈনন্দিন জীবনে সাথে। কিন্তু আজকের দিনটা কেমন হতে চলেছে আপনার তা কিছুটা আন্দাজ করা যায় রাশিফল থেকে ।





তাই আজকে দিনটা শুরু করার আগে আপনার জেনে নেওয়া দরকার ঠিক কিভাবে কি হতে চলেছে আপনার জীবনে । তো চলুন রাশি অনুযায়ী দেখে নেওয়া যাক আজকে দিনে কি অপেক্ষা করছে আপনার জন্য ।
জ্যোতিষ শাস্ত্রের মতে মোট ১২ টি রাশি থাকে । এই বারোটি রাশিফল এর মধ্যে নির্ধারণ হয়ে থাকে মানুষের ভাগ্য ।
১) মেষ রাশি:- আজকে আপনার মানসিক অস্থিরতা বেশি থাকবে বিভিন্ন কাজে মনোযোগ থাকবে কম । এর পাশাপাশি পড়ুয়া বা বিদ্যার্থীদের পরীক্ষার প্রস্তুতি আজ সফল হবে ।





২) বৃষ রাশি :- দাম্পত্য জীবনে আসতে পারে ঝামেলা। বেসরকারি চাকরিজীবীদের সঙ্গে রহস্যময় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আজকে। এর পাশাপাশি পরিকল্পনামাফিক কাজে সফলতা আসবে আজকে।
৩) মিথুন রাশি :- আজ আপনার শরীর ঠিক অতটাও ভালো যাবে না যাবে না না । গত কয়েকদিন ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তা আজকে মিলবে সমাধান । এর পাশাপাশি আজকে যাবতীয় কাজে নেতৃত্ব দেবেন আপনি । কর্মক্ষেত্রে দিতে হতে পারে ধৈর্যের পরীক্ষা ।





৪) কর্কটরাশি:- পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল । বন্ধু বা পরিচিত মহলে মৃত্যু বা অসুস্থতা সংবাদ আসতে পারে আপনার কাছে । কোমরে ব্যথা ভুগতে পারেন আপনি।
৫) সিংহ রাশি :- ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা একটু থাকবে। পরিবারে পরিস্থিতি একটু খারাপ হতে পারে। গাড়ি বিক্রির জন্য আজ খুব ভাল যোগাযোগ আসতে পারে।
৬)কন্যা রাশি:- শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন।সাংসারিক বিষয় নিয়ে কিছুটা হলেও মনমালিন্যর আশঙ্কা থাকছে।পেটের যন্ত্র-ণা বাড়তে পারে।আজ কাজে বিপদের ঝুঁকি রয়েছে। মাথায় কোনও চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা।





৭) তুলা রাশি :- ব্যবসায় আজ ভাল সুযোগ আসতে পারে, কাজে লাগান। বাহিরের কোনও অশান্তি আপনাকে নাজেহাল করতে পারে।ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের উপরি একটু আয়ের সুযোগ আসতে পারে। খুব নিকট কারও কাছ থেকে আঘাত থেকে সাবধান। পরিবারে সকলের কাছে সম্মান প্রাপ্তি এবং এই কারণে আনন্দ। প্রেমে তৃতীয় কারও জন্য অশান্তি হতে পারে।
৮) বৃশ্চিক রাশি :- জীবনের অর্থ বা কোন কিছু উপার্জনের ক্ষেত্রে সেন্টিমেন্টাল কে গুরুত্ব দেবেন না । বিকেলের দিকে আসতে পারে ব্যবসায়ী সাফল্য । সামনে দুটো দিন খুব ভালোভাবে কাটতে চলেছে আপনার ।
৯)ধনু রাশি :- প্রেমে সাফল্য আসতে পারে । চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে পারে। এর পাশাপাশি ব্যবসাতে ঘটতে পারে কিছু ক্ষতি । সাংসারিক ঝামেলাকে যতটা সম্ভব এড়িয়ে চলুন । আজকের অতিরিক্ত ব্যয় আপনাকে চিন্তায় ফেলতে পারে ।





১০) মকর রাশি:- আপনার সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবার সম্ভাবনা আছে। আপনার প্রতিবেশীর সাথে অকারণেই তর্ক বিবাদ হতে পারে। আজ মুদ্রণ ও পোশাক ব্যবসায়ীদের দিনটি খুবই ভালো কাটবে। প্রত্যাশিত বৈদেশিক কাজ কর্মে আশানুরুপ সাফল্য লাভের যোগ প্রবল। আজ যানবাহন সংক্রান্ত কোনো ঝামেলা দেখা দিতে পারে। তাই আপনার যানবাহন নিয়ে সতর্ক থাকুন।
১১)কুম্ভ রাশি :- আপনার সারাদিননে আজ মন ফুরফুরে থাকবে । প্রেমের প্রস্তাব আসতে পারে । তবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন । মনোমালিন্য হতে পারে এর পাশাপাশি মনোমালিন্য হলেও বিচ্ছেদ আসবেনা ।





১২)মীন রাশি:- ব্যবসায় ক্ষতি হতে পারে । প্রতিবেশী জন্য নিজের কাজে সময় কম দেওয়া যেতে পারে আজকে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ কোন কাজ থাকলে তা সকালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন ।