নিজস্ব প্রতিবেদন :-পাশ্চাত্যে আপনার জন্মদিনের তারিখ অনুসারে কিছুটা হলেও নির্ধারণ করা যায় যে আপনার বর্তমান দিনটি কেমন হতে চলেছে। তার সাথে সাথে বর্তমান দিনে আপনার শুভ রং খাবার নাম্বার কি তাও জানা যায় জ্যোতিষ শাস্ত্রের মতে।





আপনার শুভ সংখ্যা: ১,১০,১৯,২৮। আপনার শুভ বর্ণ: সাদা ও কমলা। শুভ গ্রহ ও বার: শুক্র ও রবি ।শুভ রত্ন: হীরা ও রুবি। আজকের দিনের শুভ রং: আজ আপনার জন্য সাদা ও কমলা রং সৌভাগ্য বয়ে আনবে ।
তো চলুন দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী কেমন কাটতে চলেছে আপনার আগামীর সময়





মেষ রাশি:- এই রাশির জাতক-জাতিকার আজকের দিনটি খুব একটি ভালো যাবে না। সকাল থেকে বেশ সময় পেলে ও দুপুরের পর থেকে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়বেন। তবে বিদেশ ভ্রমণের যোগ আছে ।এর পাশাপাশি মাতৃ শরীর ঠিকঠাক যাবে না ।
বৃষ রাশি:- এই রাশির জাতক-জাতিকার আজকের দিনটি অত্যন্ত শুভ। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে । খুচরা এবং পাইকারি বাণিজ্যে লাভ হতে পারে ।তার সাথে সাথে বকেয়া টাকা আপনি পেতে পারেন আজকে।
মিথুন রাশি:- মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। কাজে কর্মে আপনার দূরদর্শীতা ও সঠিক সিদ্ধান্তগ্রহনে লাভবান হবেন। দুপুরের পর আর্থিক দিক ভালো যাবে। বকেয়া বিল আদায় হওয়াতে আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারবেন।





কর্কট রাশি:- কর্কট রাশির জাতক জাতিকার দিনটি সকালের দিকে ব্যয় বহুল। দৈনন্দিন বাজার সদাইয়ে অতিরিক্ত ব্যয় যোগ। দুপুর থেকে সময় ভালো হবে। নিজের দৃষ্টি ভঙ্গীর পরিবর্তন প্রয়োজন রয়েছে। শারীরিক ভাবে ঠান্ডা কাশিতে ভুগতে পারেন।
সিংহ রাশি :- সিংহ রাশির জাতক জাতিকার সকালের দিকে বন্ধুদের সাহায্য লাভের সুযোগ রয়েছে। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ে বড় ভাই এর সাহায্য প্রয়োজন হতে পারে। দুপুরের পর বৈদেশিক কাজ কর্মে সফলতা আশা করা যায়। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন।





কন্যা রাশি:- কন্যার জাতক জাতিকার সকালের দিকে কর্মস্থলে কাজের চাপ বৃদ্ধি পাবে। বিকালে দিকে বকেয়া টাকা আদায়ে অগ্রগতি আশা করা যায়। বড় ভাই বোনকে আর্থিক ভাবে সাহায্য করার প্রয়োজন হতে পারে। ঠিকাদারী কাজে নতুন কাজের যোগাযোগ শুভ। বন্ধুর কল্যাণে কিছু বিল আদায়ে সফল হবেন।
তুলা রাশি:- আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ ।চাকরির ক্ষেত্রে কোন রাজনৈতিক নেতার সাহায্য করতে পারেন। বাবার শরীরের অবস্থার উন্নতি ঘটবে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে । তবে দুপুরের পর কর্মকর্তার মন জোগাতে ব্যর্থ হতে পারেন ।
বৃশ্চিক রাশি:- বৃশ্চিক রাশির জাতক জাতিকার সকালের দিকে সাবধানে থাকতে হবে। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। আইনগত জটিলতার ভয় রয়েছে। বিকালে ভাগ্য উন্নতির সুযোগ আসবে।





ধনু রাশি:- রাশির জাতক জাতিকার দিনটি ব্যবসা বাণিজ্যে অগ্রগতির। দাম্পত্য সুখ শান্তি সকালের দিকে বজায় থাকবে। বিকালে কর্মস্থলে কিছু জটিলতা দেখা দিতে পারে।
মকর রাশি:- মকর রাশির জাতক জাতিকার সকালের দিকে কর্মস্থলে কিছু জটিলতা দেখা দেবে। অধিনস্ত কাজের লোক বা কর্মচারীদের উপর বিরক্ত হওয়া যাবে না। দুপুরের পর দাম্পত্য ক্ষেত্রে অস্থিরতা কমে আসবে ।
কুম্ভ রাশি :- এই রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি মোটামুটি। তবে শিল্পী বা কলাকুশলী ক্ষেত্রে কাজের উন্নতি আসবে। দিনের শেষে পেতে পারেন যথেষ্ট সম্মান। কর্মক্ষেত্রে পড়তে পারেন ঝামেলায় তাই সেটা এড়িয়ে চলার চেষ্টা করুন ।





মীন রাশি:- এই রাশির জাতক-জাতিকা সকালের দিকে তিনটি বেশ ভালো যাবে । আত্মীয় স্বজনের সাহায্য পাবেন। বেকারদের চাকরির যোগাযোগ বৃদ্ধিপাবে। দুপুরের পর সন্তানের বিষয়ে উদ্বেগ উৎকন্ঠা দেখা দেবে। এর পাশাপাশি প্রেমে যে ভুল বোঝাবুঝি চলছিল তার অবসান ঘটবে আছে। ।




