




নিজস্ব প্রতিবেদন :-পাশ্চাত্যে আপনার জন্মদিনের তারিখ অনুসারে কিছুটা হলেও নির্ধারণ করা যায় যে আপনার বর্তমান দিনটি কেমন হতে চলেছে। তার সাথে সাথে বর্তমান দিনে আপনার শুভ রং খাবার নাম্বার কি তাও জানা যায় জ্যোতিষ শাস্ত্রের মতে।
আপনার শুভ সংখ্যা: ৯, ১৮, ২৭। আপনার শুভ বর্ণ: সাদা ও লাল। শুভ গ্রহ ও বার: মঙ্গল ও শুক্র।শুভ রত্ন: হীরা ও রক্তপ্রবাল। আজকের দিনের শুভ রং: আজ আপনার জন্য সাদা ও লাল রং সৌভাগ্য বয়ে আনবে ।





তো চলুন দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী কেমন কাটতে চলেছে আপনার আগামীর সময়
মেষ রাশি:- এই রাশির জাতক-জাতিকার আজকের দিনে বৈদেশিক যোগ আছে । তার সাথে সাথে বিভিন্ন বাধা-বিপত্তি পেরিয়ে লক্ষ্যে পৌঁছানোর আশঙ্কা প্রবল। ভাই বোনের ভাগ্যের উন্নতি করতে পারে।
বৃষ রাশি:- এই রাশির জাতক-জাতিকার আজকের দিনটি অত্যন্ত ভালো যাবে। বকেয়া টাকা ফেরত পাবার আশা প্রবল। রেস্টুরেন্ট বা অন্য কোন খাবার জাতীয় দোকানে লাভের মুখ দেখতে পারেন ।সামাজিক কোনো অনুষ্ঠানে আপ্যায়ন হতে পারেন।





মিথুন রাশি:- এই রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকল বাধা বিপত্তি অতিক্রম করে সফলতার পথে হাটতে পারবেন। নিজের উপর যে আস্থাহীনতা ছিলো তা কেটে যাবে। ব্যবসায়ীক কাজের ক্ষেত্রে অংশিদারদের সাহায্য সহাযোগিতা পাওয়ার যোগ প্রবল।
কর্কট রাশি:- আজকের দিনটি কর্কট রাশির জাতক-জাতিকার জন্য অত্যন্ত শুভ একটি দিন। ভ্রমণের যোগ প্রবল । ব্যবসায়ী আসবে উন্নতি । ট্রাভেল এজেন্সি বা এরকম কোন জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত হবার আশঙ্কা প্রবল। তবে বাজারে জন্য ব্যাংক সংকোচন আসতে পারে ।





সিংহ রাশি :- সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। বাড়িতে বড় ভাই বোনের আগমন হতে পারে। আয় রোজগার বৃদ্ধির জন্য কোনো বিনিয়োগ করার পরিকল্পণা ফলপ্রসু হবে। বন্ধুদের সাথে সকল প্রকার ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে ।
কন্যা রাশি:- আজকে এই রাশির জাতক-জাতিকা দিনটি অত্যন্ত শুভ শিক্ষার ক্ষেত্রে। আসতে পারে উন্নতি । পাশাপাশি শিক্ষক-শিক্ষিকার প্রতি বাড়বে সম্মান । রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা সময়ের দাবি মাত্র। পিতার সাথে সাংসারিক বিষয়ে ভুল বুঝাবুঝি দেখা দিবে।
তুলা রাশি:- আজকের দিনে ধর্মীয় কোন স্থানে যোগ হবার সম্ভাবনা রয়েছে । পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি জন্য বাড়ির গুরুজনদের সহযোগিতা পাবেন । এর পাশাপাশি রয়েছে বিদেশ যোগের প্রবল সম্ভাবনা।





বৃশ্চিক রাশি:- বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। দৈনন্দিন কাজ কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়র অসুস্থতায় তাকে আর্থিক ভাবে সাহায্য করতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন।
ধনু রাশি:- একসাথে কাজ করার দরুন যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেগুলো থেকে মুক্তি মিলবে আজ। পারিবারিক ও দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। অংশিদারী কাজে আয় রোজগারে অগ্রগতি আশা করা যায় ।





মকর রাশির:- এই রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য ভাল যাবে না। কাজের লোকের সাথে অহেতুক তর্কে জড়ানো ঠিক নয়। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের শত্রুতার সম্মূখীন হতে হবে। কারো ভালো করতে গিয়ে পরে বিপদে পড়তে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে সাবধান।
কুম্ভ রাশি :- সৃজনশীল কোন কাজে বিকাশে ক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য উপযোগী । মিডিয়া কর্মী, নির্মাতা ও অভিনয় শিল্পীদের কাজে কিছু অগ্রগতি হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে সন্তানদের সাথে কোনো আলোচনায় একমত হতে পারবেন।





মীন রাশি:- আজকে আপনার দিনটি ভালো যাবে । তার সাথে ভালো যাবে আপনার শরীরও। পারিবারিক ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তবে মায়ের সাথে ঝামেলার যে সম্পর্ক সেটা থেকে মুক্তি মিলবে আজ ।