আজ আমাদের হাতে হাতে রয়েছে উন্নত স্মার্টফোন। বহির্জগতের সাথে আমরা যথেষ্ট পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার অনেক জানা অজানা বিষয় চাক্ষুষ করতে পারছি আজ ইন্টারনেটের দৌলতে। যে কোনো বিষয়ে জানতে চাইলে তা চ-ট করে হাজির হচ্ছে আমাদের চোখের সামনে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পৃথিবীর নানান প্রান্তের নানা মানুষের বিভিন্ন প্রতিভার নিদর্শন গুলিও প্রত্যক্ষ করতে পারছি।
এমনিতেই করোনার লকডাউনে এখন সবাই গৃহ-বন্দি থেকে আরো বেশী করে ঝুঁ-কে পড়েছে নেটদুনিয়ায়। বিরাট অবসর সময়ে মানুষ সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে বিভিন্ন বিষয়। কেউ রান্না করছেন, কেউ গান করছেন, আবার কেউ সুন্দর নৃত্য পরিবেশন করছেন। অনেককেই শারীরিক কসরৎ দেখাতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।এই করোনার আবহের মধ্যেই আরো বেশী করে নানা মানুষের প্রতিভার নানান দিক আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
প্রত্যন্ত জায়গা থেকে নানান প্রতিভার উন্মেষ ঘটেছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। ঠিক এইরকমই একটি প্রতিভার সন্ধান মিললো সোশ্যাল মিডিয়ায়।আর কিছুদিন পরেই বাঙ্গালীর বহু প্রতীক্ষিত দুর্গাপুজো শুরু হতে চলেছে। কিন্তু প্রতি বছরের মতো এবারের দূর্গা পূজা করোনা আবহে হয়তো তেমন জমজমাট হতে পারবে না। কিন্তু এই দুর্গা পূজাকে ঘিরে বাঙালির আবেগ কখনই কম হবে না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক খুদের ভিডিও।
এক শিশু কন্যাকে সাজানো হয়েছে মা দুর্গার ন্যায়। বেশ সুন্দর ভাবে লাল পাড় শাড়ি, কাজল দিয়ে টানা টানা চোখ, লম্বা চুল, পায়ে আলতা, হাতে ত্রিশূল নিয়ে ওই শিশুকন্যা যেন মা দুর্গার সাক্ষাৎ প্রতিরূপ। আবহসঙ্গীতে বাজছে ‘বাজলো তোমার আলোর বেণু’। ওই শিশুকন্যাকে লালপাড় শাড়িতে দূর্গাবেশে দেখে ধন্য ধন্য করেছেন নেটিজেনরা। সকলেই দু’হাত ভরে ওই শিশুকন্যাকে আশীর্বাদ করেছেন।
সেই সাথে পূজার এমন আগমনী ভিডিও দেখে আবেগে ভেসেছেন বহু মানুষ। নিমেষের মধ্যে এই অসাধারন ভিডিও ছড়িয়ে পড়েছে মানুষের হাতে হাতে। সকলেই ওই শিশু কন্যার এই ভিডিও দেখে আনন্দের জো-য়া-রে ভে-সে গিয়েছেন।
https://www.facebook.com/Hridoyerrongofficial/videos/3519213961504868/