







নিজস্ব প্রতিবেদন: মোটামুটি শীতের সিজন শেষে গরমের আমেজ পড়তে শুরু হয়ে গিয়েছে। এই সময় প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই কিন্তু কিছু বিশেষ পরিচর্যা। পেয়ারা গাছ ও এই গাছগুলো থেকে ব্যতিক্রম নয়। কমবেশি আপনাদের মধ্যে অনেকের বাড়িতেই হয়তো পেয়ারা গাছ রয়েছে। তারা ভুল করেও আমাদের আজকের এই প্রতিবেদনটি মিস করবেন না।। কারণ এই প্রতিবেদনে মার্চ মাস নাগাদ টবে থাকা পেয়ারা গাছের কিছু বিশেষ পরিচর্যা পদ্ধতি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব।




মোটামুটি শীতের মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত খুব একটা জল পেয়ারা গাছে দেওয়ার দরকার নেই। এরপর মার্চ মাস নাগাদ তবে থাকা পেয়ারা গাছের গোড়া ভালোভাবে আপনাদের পরিষ্কার করে নিতে হবে। প্রসঙ্গত পেয়ারা গাছ লাগানোর সময় আপনাকে কিন্তু ভার্মি কম্পোস্ট, শিং কুচি হাড় গুড়ো প্রভৃতি অবশ্যই ব্যবহার করতে হবে। মার্চ মাস নাগাদ আবার অবশ্যই কিন্তু এই সমস্ত উপকরণ গুলো একবার মিশিয়ে নিয়ে গাছের গোড়া পরিষ্কার করে প্রয়োগ করে দেবেন। এটিকে জৈব মিশ্র সার বলা হয় এবং গাছের বৃদ্ধিতে আর ফুলের আগমনে কিন্তু দারুন সহায়তা করে এটি।
এই সার প্রয়োগ করার পরে আপনাকে গাছের গোড়ায় পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিতে হবে। এছাড়াও আপনারা মিরাকুলার নিয়ে এক লিটার জলে কিছুটা পরিমাণ মিশিয়ে স্প্রে করতে পারেন পেয়ারা গাছে। এছাড়াও এই সময় গাছে আপনাকে স্প্রে করতে হবে যেকোনো অনুখাদ্য। আপনারা বায়োডিটা এক্স ব্যবহার করতে পারেন। এক লিটার জলে এক মিলি পরিমাণে এটা মিশিয়ে স্প্রে করবেন। ব্যাস তাহলেই আপনাদের কাজ শেষ। দেখবেন সময় মতন পেয়ারা গাছে কিন্তু দারুন ফলন চলে এসেছে।











