







নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ার দরুন প্রতি নিয়ত আমাদের চোখের সামনে নানান ধরনের ঘটনা উঠে আসে যা আমাদেরকে অবাক করে রাখতে বাধ্য করে। কমবেশি আপনারা হয়তো এই ধরনের আশ্চর্যকর ঘটনার সম্মুখীন সকলেই হয়েছেন। বিভিন্ন ধরনের জীবজন্তু থেকে শুরু করে সাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। আজকের এই বিশেষ প্রতিবেদনেও আমরা সেরকমই একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তবে যারা দুর্বল হৃদয়ের মানুষ রয়েছেন এই ভিডিওটা দেখবেন না। চলুন এবার সময় নষ্ট না করে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গ্রামের ভিডিও ভাইরাল হয়ে উঠেছে যেখানে জঙ্গলের মাঝে একটি কুয়োর মধ্যে তিনটি ভয়াবহ বিষধর কোবরা সাপ দেখা যাচ্ছে। সাপগুলি রীতিমত জড়োসড়ো হয়ে একে অপরের সাথে ছিল। স্থানীয় বাসিন্দারা তাদের দেখতে পেয়ে বেশ ভয় পেয়ে যান এবং শেষ পর্যন্ত এক সর্পরক্ষক যুবককে খবর দিয়ে দেন। ওই যুবক এসে বেশ দক্ষতা সহকারে কিন্তু কুয়োর মধ্যে মই দিয়ে নেমে সাপগুলিকে উদ্ধার করে নিয়ে আসেন।।




খুব একটা বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়নি ওই যুবককে সাপ উদ্ধার করার জন্য। বোঝাই যাচ্ছে দীর্ঘ সময় ধরে এই কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তিনি । যারা নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন কম বেশি অনেকেই হয়তো তাকে চিনবেন। এই যুবকের নাম হচ্ছে মুরলীওয়ালে হৌসলা। তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে বিভিন্ন ধরনের সাপের ভিডিও কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।
সাম্প্রতিক এই ভিডিওটি মাসখানেক আগেই তিনি শেয়ার করে নিয়েছেন। ভয়াবহ এই দৃশ্য দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। যদিও অনেকেই ওই যুবকের সাহসিকতার প্রশংসা করেছেন। আজকের সময় দাঁড়িয়ে এই ধরনের মানুষ নিঃসন্দেহে আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রশংসার যোগ্য তা বলাই যায়। এখনো পর্যন্ত চার মিলিয়ন মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন এবং পছন্দ করেছেন 1 লক্ষ 33 হাজার মানুষ। যদি আপনাদের প্রতিবেদনটি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।











