নিজস্ব প্রতিবেদন :- সুশান্ত সিং রাজপুত এর মামলা ঘিরে এখন বেশ উত্তপ্ত বলিউড ইন্ডাস্ট্রি। একের পর এক বড় বড় নাম জড়িয়ে যাচ্ছে ড্রা-গ -স চক্রে। পর্দা ফাঁ-স হচ্ছে পরিচালক থেকে তারকাদের । চলছে ক-টা-ক্ষ যু-দ্ধ। জবাবে পর পাল্টা জবাব । প্রতিদিন শিরোনামের আসছে একের পর এক তারকার। যখন এরকম টলমল অবস্থা তখন ফের আরও একবার ড্রাগসের অভিযোগের শিকার হলেন পরিচালক করণ জোহর।
সুশান্ত সিং রাজপুত এর মৃ-ত্যু-র পর সবথেকে বেশি স্বজনপোষণ এবং মা-দ-ক চক্র নিয়ে দুটি কথা শোনা যায়। এই স্বজনপোষণ কথার ওপর ওতপ্রোতভাবে জড়িত আছে কারণ জোহার এমনটাই মনে করছেন নেটিজেনরা। যদিও তিনি বিভিন্ন অনুষ্ঠানে পরোক্ষভাবে একথা স্বীকার করেন যে তিনি “স্টার কিড” দের আগে সুযোগ করে দেন।
তার কাছে প্রতিভার থেকে স্টার কিড রা আগে সুযোগ পায় এরকম অভিযোগ বহুবার উঠে এসেছে তার বিরুদ্ধে। সেই কারণ জোহার বিরুদ্ধে এবার উঠে এল ড্রাগস চক্রের অভিযোগ । করণ জোহারের বাড়িতে হওয়া একটি পার্টির ভিডিও কে অকালি দলের নেতা ড্রাগসের পার্টি ভিডিও হিসেবে অভিযোগ তোলে।
ড্রা-গ চক্রে রীতিমতো সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী কে গ্রেফতার করেছ NCB । এবার ধর্মা প্রোডাকশন এর এক স্টাফকে জিজ্ঞাসাবাদ করলেন দেশের নারকোটিস বিভাগ । এই প্রসঙ্গে কারণ জোহার বলেছেন অনেকে মিডিয়া, ডিজিটাল মিডিয়ায় আমার নিয়ে মি-থ্যা প্রচার করা হচ্ছে।
আমার বাড়িতে ড্রাগস পার্টি হয়েছিল বলে দাবি করা হচ্ছে, কিন্তু আমি আগেই সেই বিষয়ে স্পষ্টভাষায় বলেছিলাম। তিনি এও বলেছেন “আমরা বাড়িতে ড্রাগস পার্টি হয়নি। আমি ড্রাগস সেবন করি না এবং ড্রাগস জাতীয় কোনোকিছু প্রচারকে পশ্রয় দি না। আমার বিষয়ে যা প্রচার হচ্ছে সেগুলি সব ভিত্তিহীন।”
এর পাশাপাশি তিনি ক্ষো-ভ উগরে দিয়েছেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার প্রতি। ওই দিন তিনি টুইটে জানান “মিডিয়া আমার উপর নানা অ-ভি-যো-গ তুলছে এবং বিকৃত করে তথ্য পরিবেশন করছে। আমি আইনের সাহায্য নিয়ে এর বি-রু-দ্ধে লড়াই করবো। খবরে দেখানো হচ্ছে ক্ষি-তি-জ প্রসাদ এবং অনুভব চোপড়া আমার সহযোগী। কিন্তু আমি জানাতে চাই আমি এদের দুজনকে ব্যাক্তিগতভাবে জানি না। ব্যাক্তিগত জীবনে কেউ কিছু করলে তার জন্য আমি দায়ী নই।”
তবে অনুগামীদের মহলের একাংশের মতামত বলিউডের স্বজনপোষণের ক্ষেত্রে এই কারণ জোহার প্র-ত্য-ক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। যদিও পুরো ঘটনা এখন বিচারাধীন ।
— Karan Johar (@karanjohar) September 25, 2020