নিজস্ব প্রতিবেদন :-সুশান্ত সিং রাজপুতের মৃ-ত্যু কে ঘিরে কে ঘিরে ঘিরে বলিউডের মহল এখন উত্তপ্ত । গোটা বলিউড জুড়ে বইছে ত-র্ক-বি-ত-র্কের ঝ-ড় । চলছে তারকা থেকে পরিচালকদের পর্দা-ফা-স এর খেলা। একের পর এক অবি-শ্বাস্য ভাবে জড়িয়ে যাচ্ছে প্রিয় অভিনেতা অভিনেত্রীর নাম । “স্বজনপোষণ” এইরূপ জাতীয় কথা ঘুরেফিরে যেন বারবার আসছে। আর আঙ্গুল উঠছে এদের নেপথ্যে থাকা মানুষগুলোর বি-রু-দ্ধে। ঠিক সেরকমই “স্বজনপোষণের প্রচারক” হিসেবে ইতিমধ্যে করণ জোহরের জোহরের জোহরের নাম শুনেই থাকবেন ।
শুধুমাত্র সম্প্রতি ঘটনাকে কেন্দ্র করে নয় এর আগেও বহুবার স্বজনপোষণ নিয়ে বি-ত-র্কে জড়িয়ে ছিলেন এই এই কারণ জোহার। এবার সেই কারণ জোহার সরাসরি জড়িয়ে গেলেন মা-দ-কে-র সাথে। কি বলছে তার বিরুদ্ধে থাকা মানুষজন? বা তার সমর্থনে থাকা মানুষজন ?আসুন দেখে নেওয়া যাক।সুশান্ত সিং রাজপুতের মৃ-ত্যু ঘিরে বলিউডের এই অবস্থা জন্য অনেকে বহুদিন ধরে চলে আসা নেপোটিজম বা স্বজনপোষণ এবং মা-দ-ক যোগ কে দায়ী করেছেন।
রীতিমতো তার কবলে পড়ে মৃ-ত্যু ঘটেছে প্রতিভাবান অভিনেতার ।এমনটাই মনে করছে বিভিন্ন অনুগামীরা। তবে বিষয়টি তদন্তের দায়িত্ব পায় সিবিআই। দেশের নারকোটিস বিভাগ মা-দ-ক যোগের সঙ্গে সরাসরি যুক্ত থাকার দরুন সুশান্ত সিং রাজপুতের বান্ধবী বান্ধবী বান্ধবী রিয়া চক্রবর্তী কে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। কিন্তু এই তালিকায় রয়েছে আরও প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা। কারা তারা ?
আমরা জানি বেশ কিছুদিন আগে এনসিবি তরফ থেকে একটি সমন পাঠানো হয় দীপিকা পাডুকোন ,শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খান কে। সেই সময় রণবীর সিংয়ের সঙ্গে গোয়া থেকে সোজা মুম্বাই পাড়ি দিলেন দীপিকা পাডুকোন । হাজির হলেন এনসিবির এর দপ্তরে। কিন্তু শুধুমাত্র শ্রদ্ধা বা দীপিকা এই তালিকায় যুক্ত তা কিন্তু নয়। এর পাশাপাশি উঠেছে এক চা-ঞ্চ-ল্য-কর তথ্য । শোনা যাচ্ছে কারন জোহরের বাড়িতে হয়েছিল মা-দ-ক পার্টি।
এবং সেই পার্টিতে উপস্থিত ছিলেন প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা । রীতিমতো ভিডিও দেখে বোঝা যাচ্ছে নে-শা-য় আচ্ছন্ন প্রত্যেকে। ঢুলুঢুলু চোখ তার প্রভাব ফেলেছে শরীরে ।বরুণ ধাওয়ান ,শ্রদ্ধা কাপুর ,দীপিকা পাডুকোন রণবীর সিং, ভিকি কৌশল ,সহ আরো অনেক অজস্র প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের দেখা যায় ওই ভিডিওতে। ভিডিওটি সামনে আসতে ব্যাপক চা-ঞ্চ-ল্য ছড়ায়। এই নিয়ে কি বলেছেন কারণ? আসুন দেখে নেওয়া যাক ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কারণ জোহার কে জিজ্ঞেস করলে তিনি বলেন যে ভিডিওটি সম্পূর্ণ মিথ্যে এবং তার বাড়িতে কোন মা-দ-ক পার্টি হয়নি । মিডিয়া অ-প-প্রচার করছে তার বি-রু-দ্ধে। রীতিমতো হাসির পাত্র হয়ে উঠছে তার পরিবার এবং তিনি। তিনি আরও জানিয়েছেন যে একাধিক মিডিয়া চ্যানেল দেখাচ্ছে, ”ক্ষিতিজ প্রসাদ নাকি ধর্ম প্রোডাকশনের ম্যানেজার। এটা সত্যি নয়। এমনকী অনুভব চোপড়াও ধর্ম প্রোডাকশনের কর্মী নয়।
আমি তো অনুভবকে ব্যক্তিগতভাবে চিনিও না। ২০১১ থেকে ২০১২-র মধ্যে একটি প্রোজেক্ট-এ সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে দুমাসের জন্য ধর্ম প্রোডাকশনের সঙ্গে কাজ করেছিল অনুভব। তার পর আর কখনও কাজ করেনি। ক্ষিতিজ ২০১৯ সালে একটি প্রোজেক্টে কাজ করেছিল ধর্ম প্রোডাকশনের সঙ্গে। কিন্তু সেই প্রোজেক্ট রিলিজ করেনি।” কাজেই রীতিমতো তাকে হেনস্থা করার জন্য এক শ্রেণীর মানুষ এবং বেশ কিছু মিডিয়া তার বি-রু-দ্ধে চালাচ্ছে অ-প-প্রচার। যদিও ঘটনার সত্যতা এখনো পর্যন্ত বিচার হয়নি।
— Karan Johar (@karanjohar) September 25, 2020