কলকাতার বুকেই দুর্দান্ত লোকেশনে একদম সস্তায় এই একতলা বাড়ি বিক্রি, ভুলেও করবেন না হাতছাড়া

নিজস্ব প্রতিবেদন: আজকালকার যুগে দাঁড়িয়ে কর্মব্যস্ত জীবনে বেশিরভাগ মানুষের কাছেই কিন্তু বড্ড সময়ের অভাব। তাই রেডিমেড বাড়ি অথবা ফ্ল্যাট কিনে নেওয়া ছাড়া তাদের কাছে আর বিকল্প কোন উপায় নেই। তবে এই রেডিমেড বাড়ি আপনারা পাবেন কোথায়? কারণ ভালো লোকেশনে বাজেট ফ্রেন্ডলি বাড়ি পাওয়াটা তো সোজা কথা নয়!

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে নিতে চলেছি একটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন। প্রতিবেদনের শুরুতেই আমরা বললাম রেডিমেড ভালো বাড়ি পাওয়া কিন্তু সোজা কথা নয়, তাই ভুল করেও এই বিজ্ঞাপন দেখার পরে আপনারা বাড়িটি কেনার সুযোগ হাতছাড়া করবেন না। চলুন তাহলে প্রথমে এই বাড়িটি সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক যাতে ক্রেতাদের কোন অসুবিধা না হয়।

২ কাঠা জমির উপর আজকে যে একতলা বাড়িটির বিজ্ঞাপন আপনাদের সাথে শেয়ার করব সেটি কলকাতার রাজারহাটে অবস্থিত। এই বাড়িটিতে দুটি বেডরুম এবং দুটি বাথরুম সহ একটি বেলকনি রয়েছে। দক্ষিণমুখী এই বাড়িটিতে সম্পূর্ণ ফ্লোর কিন্তু মার্বেল ফিনিশিং করা রয়েছে এবং ভেতরে আর বাইরে রয়েছে দুর্দান্ত ডেকোরেশন। রং করার জন্য আপনাদের আলাদা কোন অর্থের খরচ পড়বে না। কারণ কিছু সময় আগেই এটিতে রং করা হয়েছে। মোটামুটি ১০ বছরের পুরনো সম্পত্তি হলেও একেবারে নতুনের মতন মেইন্টেন করা রয়েছে।

ইলেকট্রিসিটি বা জল সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এই বাড়িটি কিনলে আপনাদের হবে না।। সবদিক বিবেচনা করে এই বাড়িটির দাম রাখা হয়েছে ৪৮ লক্ষ টাকা। যদি প্রতিবেদনটি পড়ে আপনার পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন। বাড়িতে কিনতে আগ্রহী থাকলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন।

Address : Rajarhat, Kolkata east.
Contact : 8617568089.

Leave a Comment