মানুষের চাহিদার কোনো অন্ত নেই। মানুষের জীবনে অর্থ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। শুধুমাত্র পেটের তাগিদেই মানুষ বিভিন্ন পেশা বেছে নেন। অনেকেই কষ্ট, পরিশ্রম করে নিজেকে সাফল্যের চূড়ায় আসীন করেন। আবার অনেকেই কোনোরূপ পরিশ্রম না করে অসৎ উপায়ে একদিনেই কোটিপতি হয়ে আকাশ ছোঁয়ার বাসনা পোষণ করছন। অনেকেই জীবনে প্রচুর অর্থ উপার্জন করেও মানসিক সন্তুষ্টি লাভ করতে অক্ষম হন। কারণ তাদের চাহিদার সীমা শেষ হয়না।
তারা সবসময়ই চিন্তায় ম-গ্ন থাকেন যে আরো কিভাবে, কি উপায়ে কিছু টাকা আরো বেশি কামানো যায় ! সে অসৎ পথেই হোক না কেন ! কিন্তু জীবনে অর্থ উপার্জনের পাশাপাশি নিজের মনুষ্যত্বকেও বিকিয়ে দেওয়াটা একদমই অনুচিত। ঠিক এরকমই একটি ঘটনায় চা-ঞ্চ-ল্য ছড়িয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে এক ব্যক্তি কে ধরে রেখেছে জনতা। যিনি ভিডিওটি করেছেন তিনি অ-ভি-যো-গ করছেন যে, ধৃত ওই ব্যক্তি মানব-পা-চা-র এর সাথে যুক্ত। ভিডিও যিনি করেছেন তিনি সকলকে সাবধান করেছেন যে এই ব্যক্তিকে দেখতে পেলেই সকলেই যেন তার ছেলেমেয়েদের সাবধানে রাখেন। অবশ্য জানা গিয়েছে ওই ব্যাক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে একটি শিশুকে পা-চা-র করতে যাচ্ছিল ওই ব্যক্তি। শিশুটিকে জিজ্ঞাসা করা হলে সে তার বাবার নাম জানায় কপিল যাদব। যিনি ভিডিওটি করছেন তিনি, ধৃত ব্যক্তিটিকে ছেলে ধরা বলে উল্লেখ করেছেন। তবে এই ঘটনাটি কোথায় ঘটেছে সে সম্পর্কে এখনো জানা যায়নি। বর্তমানে এমনিতেই শিশু পাচার থেকে শুরু করে মানব পা-চা-রে-র ঘটনা যথেষ্ট বেড়ে গিয়েছে। তাই প্রতি মূহুর্তে মানুষকে অতি সাবধানে থাকতে হবে।
— Bright Bengal (@bengal_bright) September 19, 2020