এইভাবে বাড়িতে করে ফেলুন বস্তায় শসার চাষ, অল্প কয়েকদিনের মধ্যেই লাভবান হবেন প্রচুর

নিজস্ব প্রতিবেদন: আজকাল বাড়িতে ছাদ বাগানে অথবা কিচেন গার্ডেনে কিন্তু অনেকেই নানান ধরনের শাকসবজি অথবা ফলমূলের চাষ করে থাকেন। একেবারে সহজ ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে এই জিনিসগুলো করা হয়। এগুলো যেমন ব্যক্তিগত কাজে লাগে ঠিক তেমনভাবেই যদি প্রশিক্ষণ নিয়ে করা হয় তাহলে কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারেন। আজ আমরা আপনাদের সাথে বাড়িতে বস্তায় শসা চাষের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এটি আমার আপনার সকলেরই অত্যন্ত পরিচিত একটি সবজি। খুব সহজেই আপনারা কিন্তু এই কাজটা শুরু করতে পারেন। চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক।

সম্প্রতি শসা চাষের সংক্রান্ত যে ভিডিওটি নেট মাধ্যমে ভাইরাল হয়ে উঠে এসেছে তার মাধ্যমে একটি দ্রবণ আর পদ্ধতির কথা জানা যাচ্ছে যেটি গাছে প্রয়োগ করলে খুব সহজেই প্রচুর ফলন হবে। এর জন্য শুরুতেই আপনাদের একটি বালতি নিয়ে নিতে হবে। তারপর যে কোন জিনিস ব্যবহার করে এই বালতিটির গায়ে আপনাদের বেশ কয়েকটি ছিদ্র করে নিতে হবে।

ঠিক একই রকম ভাবে আপনাদের নিয়ে নিতে হবে একটি প্লাস্টিকের বোতল এবং তার মধ্যেও কয়েকটি ছিদ্র করে নিতে হবে। তারপর বালতির মধ্যে মোটামুটি অর্ধেক পরিমাণ মাটি দিয়ে তাতে এই ছিদ্র করা বোতলটাকে বসিয়ে দিন। বোতলের চারপাশে যে ফাঁকা অংশটা থাকবে সেটাকে মাটির মিশ্রণ দিয়ে পূর্ণ করে দেবেন। মাটির মিশ্রণটি অর্ধেক মাটি আর অর্ধেক ভার্মিং কম্পোস্ট দিয়ে তৈরি করবেন। সাথে সামান্য পরিমাণ বালি মিশিয়ে দেবেন তাহলেই হবে।

কিভাবে চারা রোপণ করবেন?

মাটি এবং অন্যান্য জিনিস তৈরি করা হয়ে গেলে ওই বালতির মধ্যে বসিয়ে রাখা বোতলের চার কোনায় আপনাদের যেকোনো ভালো মানের হাইব্রিড জাতীয় শসার চারা পুঁতে দিতে হবে। তারপর খুব সাবধানে মধ্যিখানে রাখা বোতলের মধ্যে কিচেন ওয়েস্ট অর্থাৎ সবজির খোসা বা ফলের খোসা দিয়ে দেবেন।। এগুলো যখন ধীরে ধীরে পচে যাবে তখন সারের কাজ করবে তাই আপনাদের আর বাইরে থেকে সার দেওয়ার প্রয়োজন হবে না।

চারা রোপন করা হয়ে গেলে জল দিয়ে ভালো করে সম্পূর্ণ মাটি আর গাছের চারপাশের অংশটাকে ভিজিয়ে নেবেন। বেশ কিছুটা সময় এটাকে রোদের মধ্যে রাখতে হবে। মোটামুটি ১৫ দিনের মধ্যেই কিন্তু চারা থেকে বেশ বড় গাছ তৈরি হয়ে যাবে। এই সময় অবশ্যই কিন্তু মাটির গোড়াতে একটি ছোট লাঠি গেঁথে দেবেন যাতে গাছের লতাগুলো সোজা অবস্থায় থাকে।। লাঠি পুঁতে দেওয়ার পর গাছ গুলোকে সেটার সাথে ভালো করে বেঁধে দেবেন তাহলে ভালো সাপোর্ট হবে।

বিশেষ সার তৈরি করার উপায় :

যদিও এই পদ্ধতিতে শসা চাষ করলে কোনরকম অতিরিক্ত সার দেওয়ার প্রয়োজন নেই তবুও যদি গাছকে আপনারা একেবারে নিশ্চিতভাবে পোকামাকড়ের হাত থেকে সম্পূর্ণ রক্ষা করতে চান তবে এই সারটি তৈরি করে দিতে পারেন।। তার জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে তাতে ২০০ মিলি বা এক গ্লাস পরিমাণ রক্ত নিয়ে নেবেন।। না ভয় পাওয়ার কিছু নেই।

মাছ ধোয়ার পরে যে রক্ত জল থাকে সেটাকেই সংগ্রহ করে এক গ্লাস রাখবেন এবং জলে মিশিয়ে নেবেন। তারপর এই মিশ্রণটির মধ্যে এক চামচ পরিমাণ কিউবিট বা ছত্রাক নাশক দিয়ে ভালো করে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিতে হবে। চাইলে এটাকে আপনারা সরাসরি গাছের গোড়াতে দিতে পারেন অথবা স্প্রে বোতলের সাহায্যে গাছে স্প্রে করে দিতে পারেন।। ফলাফল হাতেনাতেই কিছুদিনের মধ্যে দেখতে পারবেন।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/SXkmOMzjOe8

Leave a Comment