







নিজস্ব প্রতিবেদন: কমবেশি আমাদের অনেকের বাড়িতেই কিন্তু কাঠের ফার্নিচার রয়েছে। আজকালকার সময়ে যদিও মূল্যবৃদ্ধির কারণে নতুন করে আর খুব একটা কাঠের আসবাবপত্র তৈরি করতে মানুষকে দেখা যায় না। তবে এই সমস্ত জিনিসের মধ্যে একটা আবেগ আর রাজকীয়তা রয়েছে সেকথা কমবেশি সকলেই জানেন।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কাঠের ফার্নিচার পরিষ্কার করার একটা বিশেষ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে নেব। অন্যান্য বিভিন্ন জিনিসের মতন কাঠের আসবাবপত্র কিন্তু একটা সময়ে বেশ ময়লা হয়ে ওঠে। আপনারা চাইলে সহজ পদ্ধতিতেই এটাকে পরিষ্কার করে নিতে পারেন। তার জন্য কি কি করতে হবে চলুন জেনে নেওয়া যাক।




প্রথমেই একটা পাত্রের মধ্যে দুই টেবিল চামচ ভিনেগার নিয়ে নিন। তারপর এর মধ্যে যোগ করুন ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ২ টেবিল চামচ সর্ষের তেল। আপনারা চাইলে সরষের তেলের পরিবর্তে এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারেন।। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা সুতির পাতলা কাপড় নিয়ে নিন। যে কাঠের ফার্নিচার আপনারা পরিষ্কার করতে চান এবার সেটাকে প্রথমেই একটা স্কচ বাইড হালকা ভেজানো অবস্থায় দিয়ে একটু মুছে নিতে হবে।। চেষ্টা করবেন সেটা ডিসওয়াশ ভেজানো জলের মধ্যে থাকলে ভালো হয়। এক ধরনের লোহার তারের স্ক্রাবার পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন।।
এবার যে সুতির কাপড় নিয়েছিলেন সেটার মাধ্যমে কিন্তু ফার্নিচারকে ভালোভাবে একবার মুছে শুকিয়ে নিতে হবে। তারপর যে মিশ্রণটা আপনারা তৈরি করে রেখেছেন সেটা ব্যবহার করার জন্য একটা পুরনো টুথব্রাশ নিয়ে নিন এবং কাঠের ফার্নিচারের সমস্ত অংশে বেশ ঘষে ঘষে লাগিয়ে দিন। ব্যাস তাহলেই সমস্ত ফার্নিচার কিন্তু একদম চকচকে হয়ে যাবে আর দেখে একদমই মনে হবে না জিনিসটা পুরনো। কেমন লাগলো আজকের এই বিশেষ টিপস তা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।











