লম্বা জায়গায় এইভাবে তৈরি করে ফেলুন ৩ বেডরুমের একতলা বাড়ি, খরচের পরিমাণ এবং আধুনিক ডিজাইন সহ রইল বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: মানুষের কাছে বাড়ি তৈরি করাটাই হলো বর্তমান সময়ে দাঁড়িয়ে একটি সবথেকে বড় দায়িত্ব। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই কারণের জন্যই রেডিমেড বাড়ি বা ফ্ল্যাট কিনতে আগ্রহী হয়ে পড়েছেন। তবে খুব বেশি পরিশ্রম না করে সাধারণ পরিকল্পনার সাহায্যে আপনারা কিন্তু নিজেদের মনের মতন বাড়ি তৈরি করে ফেলতে পারেন সহজেই। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে যে ডিজাইন টা শেয়ার করে নিতে চলেছি, এটার সাহায্যে কিন্তু সহজেই আপনারা তিন বেডরুমের একতলা বাড়ি তৈরি করে ফেলতে পারবেন। যদি নিজেদের পছন্দ অনুযায়ী অন্য কোন ডিজাইন সম্পর্কেও জানতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন।

ডিজাইন অনুযায়ী এই বাড়িটার প্রবেশ পথের একেবারে শুরুর দিকে রাখা হয়েছে একটি কোচ যাতে একটা ফাঁকা অংশ বা স্পেস থাকে। এবার একটা স্বরূপ মেসেজের মতন অংশ রাখা হয়েছে এবং তারপরেই রয়েছে ড্রইং রুম এবং বাড়িটির মাস্টার বেডরুম। এর ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন সিঁড়ির ঘর এবং আরো একটি রুম। অন্যদিকে ডাইনিং রুমের ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ টয়লেট যেটা পাশের মাস্টার বেডরুমটার সাথে সংযুক্ত রয়েছে। এবার দ্বিতীয় রুমটা আপনারা পাবেন ডাইনিং রুমের ঠিক কোনাকুনি।

এবার এই রুমটি থেকে বেরিয়ে সোজা এলেই আপনারা একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছেন যেটা বাড়ির সকল সদস্যরাই ব্যবহার করতে পারবে। একেবারে ঠিক কোনাকুনি থাকছে ডাইনিং রুমের কিচেন এবং আরও একটি রুম। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে সে ক্ষেত্রে আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটা এক ঝলক দেখে নিতে পারেন।

যে কোন মধ্যবিত্ত ছোট ফ্যামিলির পক্ষেই কিন্তু এই বাড়িটি একেবারেই আদর্শ একটা ডিজাইন নিয়ে তৈরি করা হয়েছে। এটা তৈরি করতে গেলে মোটামুটি মার্বেল ফিনিশিং এবং অন্যান্য বিশেষ কিছু দিক নিয়ে খরচ পড়বে ৩০ লক্ষ টাকার কাছাকাছি। অবশ্যই আপনাদের জমির দাম আলাদা ধরতে হবে। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন তা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/kweWTCTUysQ

Leave a Comment