







নিজস্ব প্রতিবেদন: আপনাদের মধ্যে অনেক পাঠক বন্ধুরাই হয়তো বিগত বেশ কিছু সময় ধরে একটা ভালো কাজের খোঁজে রয়েছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোটেল ক্ষেত্রে কাজের সুযোগ। যারা এই মাধ্যমে কাজ করতে চান অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন। তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের বেকারত্বের সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে আপনারা এখানে কাজ করতে পারবেন? কত টাকা বেতন হবে এবং কিভাবে আবেদন করবেন জানতে হলে নজর রাখুন প্রতিবেদনের পরবর্তী অংশে।
মোট শূন্যপদের সংখ্যা:
এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৯৩ টি যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন।




শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা:
এই কাজের জন্য বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই আর ফ্রেশার্সরাও খুব সহজে আবেদন করতে পারবেন।




বয়স সীমা:
এই কাজের ক্ষেত্রে ছেলেদের বয়স সীমা থাকছে ১৮ থেকে ৪৫ বছর এবং মেয়েদের ১৮ থেকে ৩৫ বছর।




কাজের সময় এবং বেতন:
কাজের সময় ৮ ঘন্টা আর বেতন দেওয়া হবে ১৩,৭০০ —১৬,৭০০ টাকা। পাশাপাশি এখানে আপনি পিএফ, ইএসআই, ওভারটাইম এবং বোনাসের সুবিধা পেয়ে যাবেন। প্রয়োজনে থাকা খাওয়ার সুবিধাও কিন্তু এই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন।
কাজের ভূমিকা:
1.Housekeeping
2.room attachment
3. reception person (H.S pass)
4.others




কাজের লোকেশন:
এখানে কাজের লোকেশন থাকছে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া এবং মেদিনীপুর।
কিভাবে আবেদন করবেন?
আবেদন করার জন্য প্রতিবেদনের একদম শেষে থাকা ভিডিওটি দেখে নিন, সেখান থেকেই বাকি তথ্য পেয়ে যাবেন।











