







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ কিন্তু বসবাস করার জন্য নির্ভরশীল হয়ে পড়েছেন বিভিন্ন ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্টের উপরে। একটা সময় আমাদের আশেপাশে এতটা ব্যাপক পরিমাণে হাইরাইজ বিল্ডিং এর চাহিদা ছিল না। তবে দিন প্রতিদিন ঘন জনবসতি আর জমির অভাবের কারণে বেশিরভাগ মানুষই কিন্তু ফ্ল্যাট কিনছেন। যেহেতু ফ্ল্যাটগুলো রেডি টু মুড অবস্থায় বিক্রি করা হয়ে থাকে আর খুব একটা খরচ করা হয় না তাই নিশ্চিত কিন্তু আপনারা এগুলো কেনার জন্য অগ্রসর হতে পারেন।। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক। যেখানে আমরা একটি দুর্দান্ত লোকেশনের ফ্ল্যাট সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব।




আমাদের আজকের লোকেশন হল চন্দননগরের বাগবাজার এলাকা।যে ফ্ল্যাটটি বিক্রি হতে চলেছে সেটি দোতলা অর্থাৎ ফার্স্ট ফ্লোরে রয়েছে। ফ্ল্যাটটির দরজার শুরুতেই রয়েছে কলাপসিবল গেট। এতে রয়েছে ২টি বেডরুম, একটি কিচেন, একটি লিভিং কাম ডাইনিং রুম, দুটি বাথরুম (একটি কমন ও একটি অ্যাটাচ)। ফ্ল্যাটের টোটাল স্কোয়ার ফুট হচ্ছে 850। খুব সুন্দর ভাবে এতে ফ্লোরে মার্বেল ফিনিশিং এবং ওয়াল টাইলস বসানো রয়েছে। ভবিষ্যতের লোন নিতে গেলেও কিন্তু এই ফ্ল্যাটটির ক্ষেত্রে কোন সমস্যা হবে না। বাইক পার্কিং এর সুবিধা ও আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আসা যাক এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার কথায়।
চন্দননগর রেলস্টেশন এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে অবস্থিত। এছাড়াও মাত্র ৫০০ মিটারের মধ্যে হাতের মুঠোয় আপনারা পেয়ে যাবেন বাজার, হসপিটাল, ব্যাংক এবং স্কুল থেকে শুরু করে সবকিছুই। কলকাতা এয়ারপোর্ট এখান থেকে মাত্র 42 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখান থেকে হাওড়া স্টেশন মাত্র 33 কিলোমিটার। সমস্ত দিক বিবেচনা করে এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে 24 লক্ষ টাকা। আপনারা যারা এটি কিনতে আগ্রহী রয়েছেন তারা দ্রুত নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে কথা বলে ফেলুন।
Contact : 8240174758/8910254563











