কোন রকমের পরীক্ষা ছাড়াই এই কোম্পানিতে শুরু হয়েছে শূন্যপদে সরাসরি নিয়োগ, না দেখলে আপনার লস

নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একটি কাজের খোঁজে রয়েছেন? বহু জায়গায় চেষ্টা করেও এখনো পর্যন্ত কোনো ভালো বেতনের কাজ পাননি! তাহলে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের জন্য। সম্প্রতি টাটা স্টিল কোম্পানির তরফ থেকে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আমাদের আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা কাজ শুরু করতে আগ্রহী রয়েছেন নিশ্চিন্তে কিন্তু প্রতিবেদনটি একেবারে শেষ পর্যন্ত পড়তে পারেন। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক।

TATA STEEL RECRUITMENT 2023:

মোট শূন্যপদের সংখ্যা এবং বয়সসীমা :

এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১৫৭; নারী-পুরুষ নির্বিশেষে সকলেই এখানে আবেদন করতে পারবেন তবে নির্দিষ্ট কিছু বয়স সীমা নির্ধারণ করা হয়েছে এখানে। ছেলেদের ক্ষেত্রে এখানে বয়স সীমা রয়েছে ১৮ থেকে ৫০ বছর এবং মেয়েদের ক্ষেত্রে বয়সীমা রয়েছে ১৮ থেকে ৪০ বছর।

কাজের সময় এবং বেতন:

এখানে 8 থেকে 9 ঘণ্টা পর্যন্ত আপনাকে কাজ করতে হবে এবং বেতন থাকবে 15,500 টাকা থেকে 17,500 টাকা পর্যন্ত।

অন্যান্য সুবিধা

PF,ESI,OT+BONUS AVAILABLE ROOM+FREE FOOD.

শিক্ষাগত যোগ্যতা এবং কাজের ভূমিকা:

1.Billing (H.S pass+basic computer knowledge)

2. Security guard (8th pass)

3. Supervisor (graduation pass)

4. Loading and unloading (8th pass)

5.Helper(Any degree)

কাজের লোকেশন:

এই কোম্পানির যে সমস্ত লোকেশনে আপনারা কাজ করতে পারবেন তার মধ্যে রয়েছে দুর্গাপুর, বর্ধমান, ধুলাগড়, জামশেদপুর এবং কোলকাতা।

কিভাবে আবেদন করবেন?

কোম্পানির HR কে কন্টাক্ট করে আপনাদের সমস্ত ডকুমেন্ট এবং অন্যান্য তথ্য জেনে নিতে হবে। এবার সরাসরি নিজেদের প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আপনারা আবেদন করে স্পট জয়েনিং করতে পারবেন।

CONTACT: 8272917392

Leave a Comment