নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের হা-থরা-স ঘটনা প্রবাহ প্রতিদিন যেনো নতুন নতুন গতিপথ নিচ্ছে। এই ধ-র্ষ-ণ এবং খুনের ঘটনার সঙ্গে শুরু হয়ে গেছে দলিত রাজনীতি।এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে একাধিক রকমের কর্মসূচি দেখা যায় এই বিষয়ে।





যেমন জাতীয় কংগ্রেস এর রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তারা দুজনই দেখা করতে যান নি-র্যাতি-তার পরিবারের সঙ্গে। এমনকি যাওয়ার আগে রাহুল গান্ধীর সঙ্গে ভীষণ ধস্তাধস্তি হয় ইউপি পুলিশের সঙ্গে। ভীম আর্মির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ করা হচ্ছে ফ্রন্ট লাইনে থেকে।
এদিকে ইউপির ঘটনায় মুখ পুড়ছে বিজেপির। যেখানে সারা ভারতের জনগণ দোষীদের বি-রু-দ্ধে কঠোর শাস্তির দাবি করছে, সেই অবস্থায় বিজেপির পক্ষ থেকে একাধিক বিতর্কিত পদক্ষেপ নেওয়া হয়েছে।





এমনিতেই সম্পূর্ণ ঘটনায় যোগী সরকারের ভূমিকায় সকলেই ভীষণ হতাশ এবং ক্রুদ্ধ। সর্বত্রই প্রতিবাদের চাপে পড়ে ব্যাকফুটে প্রশাসন। এরমধ্যে উচ্চবর্ণের বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক রাজবীর সিং এর সাম্প্রতিক বক্তব্য আগুনে ঘী ঢেলেছে।
উচ্চবর্ণের বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক রাজবীর সিং অভিযুক্তদের অভিভাবক এবং এলাকার উচ্চবর্ণের কিছু মাতব্বরদের নিয়ে একটি সভা করেন। সেখানেই নিজেরাই খাপ পঞ্চায়েতের হিসেব মত অভিযুক্তদের নির্দোষ বলে দাবি করেন।





তিনি জানান যে অভিযুক্তরা নির্দোষ, কারণ প্রথম দিকে ধ-র্ষ-ণে-র অভি-যো-গ ছিলনা। কিন্তু পরবর্তী কালে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে ঘুরিয়ে পেঁচিয়ে তাদেরকে ফাঁসিয়েছে।





তার এই বক্তব্যের পর সারা দেশ জুড়ে ভীষণ ক্ষো-ভে-র মুখে পড়তে হয়েছে বিজেপির প্রতিনিধিদের।




