কয়দিন আগেই আমফানের জন্য কলকাতাসহ তার পার্শবর্তী এলাকাতেও প্রচুর ক্ষয়ক্ষ’তি হয়। এরকম ঝড়ের জন্য কেউ প্রস্তুত ছিল না। হঠাৎ ঝড় এসে সব এলোমেলো করে দেয়। মানুষ সবথেকে বেশি কষ্ট ভোগ করেছিল বিদ্যুতের ও জলের সমস্যা। প্রায় অনেকদিন বিদ্যুৎ ছিল না রাজ্যে। শহর প্রায় অন্ধকারেই কেটেছে। কারণ বিদ্যুতের তারের ওপর বড়ো বড়ো গাছ ভেঙে পড়েছে।
অনেক বছরের পুরনো গাছও ভেঙে পড়েছিল। কোভিড এর প্রভাব থাকায় রাজ্য যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে খুব কষ্টেই কেটেছে মানুষের জীবন।জানা যাচ্ছে, আজ থেকেই বিদ্যুৎ থাকবে না। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ।
আর সে কারণেই, রবিবার অর্থাৎ আজ থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্যে। জানা যাচ্ছে, এই বৃষ্টিপাত চলবে মঙ্গলবার পর্যন্ত। আর সেই কারণেই, কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানে বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে বলে জানিয়ে দিল সিইএসসি। পূর্বেই আমফানের তিক্ত অভিজ্ঞতার কারণে তারা আগে থেকে এই বিষয়টি জানিয়ে দেয়।