




নিজস্ব প্রতিবেদন:-সামনে বাঙালির শ্রেষ্ঠ পুজোর দুর্গাপূজা। এর মাঝেই আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কিছুদিন আগে জানিয়েছিল যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সে মতন উত্তর বঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ,কোচবিহার কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা গেছে । তবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু ছাড় পায়নি দক্ষিণবঙ্গ । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী কিছুদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের চারটি জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত. ।





দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে যেমন বৃষ্টির প্রভাব না থাকলেও চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে । বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরপগণার সুন্দরবনে। এর সাথে সাথে জলীয় বাষ্প বেশি থাকার দরুন অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে । তবে এই মুহূর্তে গত দুদিন কোথায় কি রকম বৃষ্টি হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরব।
আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত আসানসোল, ব্যরাকপুর, বর্ধমান, কাঁথি, দিঘা, বাঁকুড়া, হলদিয়া, মেদিনীপুর, পুরুলিয়া, শ্রীনিকেতনে বৃষ্টির পরিমান যথাক্রমে ১৩.৬ মিলিমিটার, ৩.৮ মিলিমিটার, ৪.৬ মিলিমিটার, ২২.০ মিলিমিটার, ৯.৭ মিলিমিটার, ১৪.০ মিলিমিটার, ৪.২ মিলিমিটার,৭.০ মিলিমিটার, ৬.০ মিলিমিটার, ১০.১ মিলিমিটার। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে পানাগড়ে। পরিমান ৬৬.০ মিলিমিটার।





বুধবার সকাল পর্যন্ত ডায়মন্ড হারবারে ৩৩.০ মিলিমিটার, হলদিয়ায় ১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণের আর কোনও স্থানে বৃষ্টির খবর মেলেনি। মঙ্গলবার ডায়মন্ড হারবারে ,দিঘা ও শ্রীনিকেতনে ০.১, ২.২, ০.৩ মিলিমিটার বৃষ্টি হয়। রবিবার পশ্চিমের জেলায় বৃষ্টি বাড়তে পারে বলা জানাচ্ছে হাওয়া অফিস। পুজোর দোড়গোড়ায় এসে এরকম বৃষ্টির পূর্বাভাস পেয়ে রীতিমতো নাজেহাল রাজ্যবাসী ।




