সোনার দামে ঘটলো বড়সড়ো পতন, জেনে নিন আজকের বাজার দর

নিজস্ব প্রতিবেদন: বিগত বেশ কিছুদিন ধরেই জমজমাটি ভাবে চলছে দেশের বিভিন্ন অংশে বিয়ের মরসুম। ফাল্গুন মাস নাগাদ কিন্তু বিভিন্ন জায়গাতেই একের পর এক বিয়ে আমরা দেখতে পাচ্ছি। উৎসবের সিজনের মতোই এখন যেন বেশিরভাগ বাঙালি বাড়িতেই চলছে বিয়ের মরসুম বা সিজন। এই সিজনে সবথেকে উল্লেখযোগ্য হলো সোনার গয়না।

তবে সম্প্রতি যেভাবে সোনার দামের উত্থান পতন হয়েছে তাতে সাধারণ মানুষের পক্ষে কিন্তু আর নব বর-বধূকে সোনার গহনা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে এই পরিস্থিতির মধ্যেই এবার পাঠকদের জন্য চলে এসেছে বিশাল সুখবর। কারণ সম্প্রতি সোনার দাম কিন্তু বিগত দিনগুলোর তুলনায় বেশ খানিকটা নিম্নমুখী হয়েছে। আসুন সময় নষ্ট না করে হলুদ ধাতুর বাজার দর জেনে নেওয়া যাক।

১) গতকাল সোমবার অর্থাৎ ১৩ ই ফেব্রুয়ারি ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৭,২৩০ টাকা। পাশাপাশি সোমবার ২২ ক্যারাট হলমার্ক সোনার সকাল ১১টায় ১০ গ্রামের দাম‌ ৫২,৫০০ টাকা। শুধুমাত্র সোনা নয় রুপোর ক্ষেত্রেও কিন্তু এদিন দামের ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে। আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সাধারণত সোনার দাম ওঠানামা করে থাকে। এবার আসুন রুপোর দামের কথা জেনে নেওয়া যাক।

২) সোমবার প্রতি কেজি রুপোর বাটের দাম ছিল ৭০,০০০টাকা। অন্যদিকে প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ ৭০,১০০ টাকা । আজকাল কিন্তু বেশিরভাগ মানুষ সোনার পাশাপাশি রুপোরপ্রতিও নজর দিয়েছেন। অনেকেই আছেন যারা উৎসব অনুষ্ঠানের দিন রুপোর গয়না পরিধান করা বা কেনা পছন্দ করে থাকেন। এইসব মানুষদের জন্য অবশ্যই এটা একটা বিরাট সুখবর।

Leave a Comment