




নিজস্ব প্রতিবেদন :-জীবনে সফলতা জন্য অবশ্যই লাগে সততা। কিন্তু তার সাথে সাথে লাগে ভাগ্যের সাথ। আমরা অনেকেই ভাগ্যকে বিচার করে থাকি রাশিফল এর মাধ্যমে । অর্থাৎ গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এবং আমার রাশি অনুযায়ী আগামী সময় কিরকম কাটতে চলেছে তা আমরা অনেক সময় বিচার করে থাকি । এবং মূলত যাদের কাছে বিচার করে তাদেরকে আমরা জ্যোতিষী বলে থাকি । জ্যোতিশাস্ত্র বিজ্ঞানের একটি অংশ। তাই এর উপর মানুষের বিশ্বাস আছে। কিন্তু সম্প্রতি জ্যোতিষশাস্ত্র বলছে সামনের মাসে বেশ কয়েকটি রাশির উপর থাকতে পারে মঙ্গলের দোষ ।





মঙ্গলকে শক্তির কারক গ্রহ বলা হয়। কোনও ব্যক্তির জীবনে গ্রহের শুভ ও অশুভ প্রভাব অবশ্যই দেখা যায়। যেই জাতক বা জাতিকার উপর এই গ্রহ শুভ ফলে দেয় বা প্রভাব বিস্তার করে তাঁরা সাধারনত নিজের বিরুদ্ধে কোনও কথা একদম পছন্দ করে না, খুব রেগে যায়। এরা নিজেদের সফলতার জন্য প্রচুর পরিশ্রম করতে পারে । এর পাশাপাশি মঙ্গল বিবাহ জীবনে এক বড়োসড়ো প্রভাব ফেলে এমনটাই জ্যোতিষশাস্ত্রের মত ।
আসুন দেখে নেওয়া যাক ঠিক কী কী কারণে মঙ্গলের দোষ হয় না । এর পাশাপাশি মঙ্গলের দোষ বা মাঙ্গলিক দোষ থাকলেও অনেক জাতক ও জাতিকা বিবাহ এর পর দাম্পত্য জীবন সুখের কাটাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে ঠিক আমরা জেনে নেবো মঙ্গলের ঠিক কোন কোন অবস্থানে রাশির উপর প্রভাব পড়ে।





১)জ্যোতিষ শাস্ত্রের মতে ,বৃষ ও তুলা রাশির দ্বাদশ স্থানে, মেষ ও বৃশ্চিক রাশির চর্তুথ স্থানে, কর্কট ও মকর রাশির সপ্তমে এবং সপ্তমে এবং ধনু ও মীন রাশির অষ্টম স্থানে মঙ্গল অবস্থান করলে ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ হয় না।
২)ধনু ও মীন রাশিতে মঙ্গল অষ্টম ভাবগ্রস্থ হলে মাঙ্গলিক দোষ হয় না।
৩)মঙ্গল যদি কর্কট, সিংহ, মকর ও কুম্ভে অবস্থিত হয়, সে ক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয় না।





৪)রাশিচক্রে মঙ্গল যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাব ছাড়া যদি বাকি ভাবে থাকলে মঙ্গল শুভ ফল দান করে। এর মূল অর্থ হল মঙ্গল এই বাকি ভাবগুলিতে অবস্থান করলে ভৌমদোষ বা মাঙ্গলিক দোষের অশুভ ফল দেখা যায় না।
৫)কুম্ভ ও সিংহ রাশিতে মঙ্গলের অবস্থানে ভৌম দোষ হয় না।.
৬)মিথুন বা কন্যার ঘরে মঙ্গল অবস্থান করলে কোনও ক্ষতি হয় না।
তাহলে উপরিক্ত রাশি অনুযায়ী আপনিও জেনে নিতে পারবেন ঠিক সামনে কি রকম সময় কাটতে চলেছে আপনার সাথে




