সেলিব্রিটি দের জীবনযাপন সম্পর্কে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের। সংবাদমাধ্যম গুলিও তাই নিরন্তর সেলেব দের খবর সংগ্রহ করতে সচেষ্ট থাকে। সেলিব্রিটিরা যা’ই করুন না কেন তা নিমেষে জায়গা করে নেয় খবরের পাতায়। তাঁদের চলা ফেরা, স্টাইল, কথা বলা সহ নানান বিষয় গু-লি প্রচারের লাইমলাইটে চলে আসে। সাধারণ মানুষের বিনোদনের অন্যতম একটি মাধ্যম হল সেলেবদের সম্পর্কে নিত্য নতুন কিছু জানা।
কিন্তু অনেক সময় সেলিব্রিটিদের কিছু অস্ব-স্তিকর মুহুর্ত গু-লিও সংবাদমাধ্যমের মুখরোচক খবর হয়ে ওঠে। ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছে। সেরকমই এক প্রখ্যাত বলিউড অভিনেত্রীর এক দারুন মূহুর্ত ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।এক প্রখ্যাত বলিউড অভিনেত্রী ধরা দিলেন উ-ষ্ণ-ঘন একটি ফটোতে। ইন্সটাগ্রামে সাদা কালো ফটোতে মেলে ধরলেন তাঁর আবেদনময়ী যৌ-ব-ন। ওই অভিনেত্রীর এই আবেদনময়ী ফটো দেখে ঘুম উড়েছে তামাম তরুণসমাজের।
নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে এই ফটোটি। অভিনেত্রী ইনস্টাগ্রামে আপলোড করেছেন এই ফটোটি । সুষ্পষ্ট ক্লি-ভে-জ ঘুম কেড়ে নিয়েছে যুবক সমাজের। ফটোটিতে গালে হাত দিয়ে বসে রয়েছেন তিনি। চোখের চাহনি মূহুর্তে বি-দ্ধ করে দিতে পারে কোটি কোটি যুবকের হৃদয়। এমনিতেই তিনি বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। করোনা আবহে লকডাউন চলাকালীন তিনি এরকমই বেশ কিছু আবেদনময়ী ফটো আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
তবে এই উ-ষ্ণ ফটোটি সবথেকে বেশি সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই অভিনেত্রী হলেন মুনমুন তনয়া রিয়া সেন। ৩৯ বছরেও সমান আবেদনময়ী তিনি। বলিউডের বুকে সেভাবে পাকাপাকি জায়গা না করতে পারলেও তাঁর অপরূপ সৌন্দর্য এখনও অনেকেরই চর্চার বিষয় হয়ে থাকে। এর আগেও সমুদ্রের ধারে ভিজে শরীরে , বিকিনি পরিহিতা তাঁর এই অসাধারণ ফটো নিমেষে ভাইরাল হয়ে উঠিলো সোশ্যাল মিডিয়ায়।