







নিজস্ব প্রতিবেদন: যেহেতু জোরকদমে বিয়ের সিজন চলছে তাই এই সময়ে সবথেকে বেশি চাহিদা থাকে সোনার গয়নার। তবে বিগত বেশ কিছু সময় ধরে যেভাবে সোনার দাম বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে হয়ে যাচ্ছে হলুদ ধাতু তাতে কোন সন্দেহ নেই।। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে গহনা বানাতে বা কিনতে যাওয়ার আগে আপনাকে দৈনন্দিন দর ভালোভাবে যাচাই করে যেতে হবে।। না হলে সমস্যায় পড়তে হবে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আসুন আর সময় নষ্ট না করে সোনার সাম্প্রতিক দর একটু বিশদে জেনে নেওয়া যাক।




১) বুধবার অর্থাৎ ৮ই মার্চ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬,৭৫০ টাকা। এদিন সোনার দাম কিন্তু ছিল অপরিবর্তিত। অন্যদিকে কলকাতায় বুধবার সকাল ৭টায় ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৫৩,৮৫০ টাকা হয়েছে, যা রেকর্ড দামের (৫৬,৪০০) থেকে ২,৫৫০ টাকা কম। পাশাপাশি হলমার্ক সোনার দামও এদিন ছিল অপরিবর্তিত।
২) এবার আসুন রুপোলি ধাতুর উপরে এক ঝলক নজর রাখা যাক। এদিন প্রতি কেজি রুপোর বাটের দাম ৬৪,৬০০ টাকা হয়েছে। রুপোর দাম আজ কোন রকম ভাবেই পরিবর্তন হয়নি। বুধবার খুচরো রুপোর দাম ছিল ৬৪,৭০০ টাকা ।











