বর্তমানে সারা দেশজুড়ে স-ন্ত্রা-স চালিয়ে যাচ্ছে করোনাভাইরাস। এই লকডাউন এর প্রভাবে বি-প-র্য-স্ত হয়েছে দেশের অর্থনৈতিক পরিকাঠামো। পাশাপাশি বহু মানুষের রুজি-রুটির সংস্থান বন্ধ হয়ে গিয়েছে। সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে। এমতাবস্থায় যদি আনুষঙ্গিক খরচ কমাতে পারে তাহলে সংসার চালাতে অনেকটাই সুরাহা হবে মানুষের। আনুষঙ্গিক খরচ এর মধ্যে বিদ্যুৎ বিল টা মানুষের অন্যতম খরচের মধ্যে পড়ে।
গরমের মধ্যে এসি বা দিনরাত ফ্যান চালানো, ফ্রিজ কম্পিউটার ওয়াশিং মেশিন আয়রন অনেক কিছুই ব্যবহার করার মাধ্যমে যথেষ্ট টাকা বিদ্যুৎ বিলে খরচ হয়।
কিন্তু বেশ কিছু উপায় অবলম্বন করলে কমানো যায় এই বিদ্যুতের বিলের পরিমান। আসুন একবার দেখে নিন-
১) বাড়িতে যদি অনেকগুলি ঘর থাকে, তাহলে যে ঘরে কেউ থাকবে না সেই ঘরের আলো এবং ফ্যান বন্ধ করে রেখে দিন।
২) ঘর থেকে বাইরে গেলে ফ্যান, আলো, এবং অন্যান্য বৈদ্যুতিক মেশিনের সুইচ বন্ধ করে দিয়ে তারপরে বের হন।
৩) কিছুদিনের জন্য যদি বাড়ির বাইরে যান তাহলে মেইন সুইচ বন্ধ করে দিয়ে যাবেন।
৪) প্রাকৃতিক আলো হওয়ার উপর বেশি ভরসা করুন। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে, পর্দা, দেওয়াল, ছাদে যদি সাদা রঙ ব্যবহার করেন তাহলে বিদ্যুৎ খরচ অনেকটাই কম হয়।
৫) ফ্রিজে গরম খাবার রাখবেন না ফ্রিজ পরিষ্কার করুন এবং অপ্রয়োজনে ফ্রিজ চালানো বন্ধ রাখুন।
৬) তিন ঘন্টা এসি চালানোর পর ফ্যান চালিয়ে দিলে কিছুটা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে।
৭) অনেকগুলো কাপড় একসাথে ইস্ত্রি করার চেষ্টা করলে বিদ্যুতের অনেকটাই সাশ্রয় হবে।
৮) এলইডি আলো ব্যবহার করলে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় হতে পারে।
৯) যেকোনো বৈদ্যুতিক সরঞ্জাম চার্জ দেওয়ার পর চার্জ হয়ে গেলে, সেগুলোর চার্জার খুলে রেখে দিন।